1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিনে ঘরে ফেরার গল্প

দেবারতি গুহ২ ডিসেম্বর ২০১৫

বড়দিন আসতে বেশি দেরি নেই৷ জার্মানিতে তাই ইতিমধ্যেই বসে গেছে বড়দিনের বাজার বা ‘ক্রিসমাস মার্কেট'৷ আর এ ব্যস্ততার মধ্যেই একটা জার্মান কোম্পানি বড়দিন নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করে সোশ্যাল মিডিয়ার জগতে একেবারে ঝড় তুলেছে৷

Symbolbild Weihnachtsessen
ছবি: Kzenon/Fotolia

ভিডিওটি শুরু হতেই চোখে পড়ে এক বৃদ্ধকে৷ বড়দিন উপলক্ষ্যে ছেলে-মেয়ে নাতি-নাতনিরা বাড়ি আসছে৷ তাই তাদের পছন্দের নানা রকম খাবার-দাবারের জোগাড় করে পোষা কুকুরটিকে নিয়ে বাড়ি ফিরছেন উনি৷ তারপর রান্নাঘরে গিয়ে সবজি কাটতেই কাটতেই শুনলেন খবরটা৷ টেলিফোনে একটার পর একটা ‘মেসেজ'৷ ছেলে-মেয়ে, নাতি-নাতনির কণ্ঠ৷ কিন্তু এবারও যে ওরা জানিয়ে দিলো যে কেউ-ই আসতে পারবে না৷ এবারও দেখা হবে না...৷ তাহলে কি আবারও বড়দিনটা সেই একাই কাটাতে হবে বৃদ্ধকে? অপেক্ষায় থাকতে হবে আরো একটা বছর?

না৷ বৃদ্ধ হাল ছাড়ার পাত্র নন৷ তাই তো শেষ পর্যন্ত নিজের মৃত্যুর খবরটা খামে করে পাঠিয়ে দিলেন সকলকে৷ ঠিক যেমনটা ভেবেছিলেন, তেমনটাই হলো৷ বাবা-দাদুর মৃত্যুসংবাদে পরিবারের সকলে যখন বাড়িতে হাজির হলো, দেখলো টেবিল জুড়ে মহাভোজ অপেক্ষা করছে তাদের জন্য৷ আর চোখে এক পরম প্রাপ্তির হাসি নিয়ে সন্তান, নাতি-নাতনিকে বুকে তুলে নিলেন বৃদ্ধ৷

সত্যি, ভিডিওটি দেখে চোখের জল ধরে রাখা দায়৷ এই ভিডিও-বিজ্ঞাপনটি তৈরি করেছে ‘এডেকা', জার্মানির একটি নামকরা ‘সুপারমার্কেট চেন'৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘হাইমকমেন' বা ‘হোমকামিং' দিয়ে যেন ঝড় তুলেছে ভিডিওটি৷ আসলে বড়দিনে নিজের পরিবার, আত্মীয়স্বজনদের সঙ্গে কাটাতে পারাটাই যে সবচেয়ে বড় উপহার৷ তার সঙ্গে মহাভোজের টেবিলে হাঁসের রোস্ট আর রকমারি মজাদার ব্যাঞ্জন থাকলে জমে যায় বড়দিন৷ আর তার উপকরণগুলো যদি ‘এডেকা' থেকে হয়, তাহলে তো কথায় নেই! হ্যাঁ, সেটাই তো বলছে কোম্পানিটি৷

ভিডিওটি দেখে কি আপনার চোখেও জল এসে গেল বন্ধুরা? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ