1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিন, নববর্ষের আমেজে ইউরোপের শেয়ার মার্কেট

২৪ ডিসেম্বর ২০১৪

ইউরোপে শুরু হয়ে গেছে বড়দিন আর নববর্ষের ছুটির আমেজ৷ তাই অনেকেই এই দুই উপলক্ষ্যের মাঝের সময়টা ছুটি নিয়ে আত্মীয়স্বজন অথবা বন্ধ-বান্ধবদের সঙ্গে বেরিয়ে পড়ছেন৷ বিনিয়োগকারীরাও এর বাইরে নন৷

Symbolbild Europa Fahne unscharf
ছবি: picture-alliance/dpa

ফলে এই সময়টায় ইউরোপের পুঁজিবাজারে লেনদেন কম হবে বলে ধারণা বাজার বিশ্লেষকদের৷ বড়দিন উপলক্ষ্যে ফ্রাংকফুর্ট, লন্ডন আর প্যারিসের মার্কেট বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে৷ বুধবার দুপুরের পর বন্ধ হয়ে যাবে লন্ডন ও প্যারিস মার্কেট৷ ফ্রাংকফুর্টের বাজার বন্ধ হয়ে গেছে মঙ্গলবার লেনদেনের পরই৷

বড়দিন ছাড়াও আর কদিন বাদেই রয়েছে নববর্ষ৷ বেশিরভাগ বিনিয়োগকারী এই সময়ে লম্বা ছুটি কাটানোর পরিকল্পনা করছেন বলে জানাচ্ছে বার্তা সংস্থাগুলো৷

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালো ছিল৷ কারণ তেলের মূল্য কিছুটা বাড়তে শুরু করেছে৷ এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যেন সরকারি বন্ড কেনে তার পক্ষে আরও সমর্থন পাওয়া যাচ্ছে৷ মুমূর্ষ অবস্থায় থাকা ইউরোজোনের অর্থনীতিকে চাঙা করতে ইসিবি সরকারি বন্ড কিনতে পারে বলে শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে৷ এর সমর্থনে কথা বলেছেন ইসিবি-র নীতি নির্ধারকদের কেউ কেউ৷

সবশেষ এর পক্ষে কথা বলেছেন ইসিবি-র আরেক নীতি নির্ধারক এবং বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লুক ক্যোনে৷ তিনি মনে করেন, নিস্তেজ হয়ে পড়া ইউরোজোনের অর্থনীতিকে সতেজ করতে সরকারি বন্ড কেনা একটি ভালো উপায় হতে পারে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ