1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোহার বড়রাস্তায় বাঘমামা

১১ মার্চ ২০১৬

ধরুন আপনি ঢাকার গুলিস্তান মোড় বা কলকাতার ধর্মতলা মোড়ে যানজটে আটকে আছেন৷ হঠাৎ দেখলেন রাস্তা দিয়ে একটা বাঘ ছুটে আসছে! কেমন লাগবে আপনার? আপনি নিশ্চয় ব্যতিব্যস্ত হয়ে পড়বেন? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে কাতারের রাজধানী দোহায়৷

Bengal Tiger Garten Waldeck Ingelheim am Rhein
ছবি: picture-alliance/dpa

বেঙ্গালুরুতে কিছুদিন আগে প্রকাশ্যে চিতাবাঘ ঘুরে বেড়ানো নিয়ে ভারতে হইচই পড়ে গিয়েছিল৷ সিলিকন সিটির একটি স্কুলে চিতাবাঘ ঢোকায় ঐ অঞ্চলের সব স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ৷ তবে দোহাতে যা ঘটেছে, তা দেখে বেঙ্গালুরুর স্কুল কর্তপক্ষ এটা ভেবে নিশ্চিন্ত হতে পারেন যে, এমন ঘটনার সাক্ষী একমাত্র তাঁরাই নন৷ এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটতে পারে৷

মঙ্গলবার দোহার এক্সপ্রেসওয়ের ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি৷ ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করেন৷ মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওটা ক্লিক করলেই দেখবেন, যানজটে ঠাসা রাস্তার মধ্যে দিয়ে কীভাবে একটা বাঘ ছুটে বেড়াচ্ছে৷ হতভম্ব বাঘমামা হয়ত রাস্তা থেকে বের হওয়ার পথ খুঁজছিল৷

শেষ পর্যন্ত এক ব্যক্তি পোষা কুকুর ধরার মতো একটা গাড়ির নীচ থেকে বাঘটিকে বার করে এনেছেন৷ সেই দৃশ্যও রয়েছে ভিডিওতে৷ বাঘটার গলায় একটা শিকল বাঁধা, অর্থাৎ বাঘমামা কারুর পোষ্য ছিল৷ সম্ভবত ট্রাকে বা গাড়ি করে নিয়ে যাওয়ার সময়ে কোনোভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল বাঘটি৷

ইতিমধ্যে অবশ্য বাঘটিকে ধরা গেছে এবং বাঘমামার মালিককেও শনাক্ত করেছে দোহার কর্তৃপক্ষ৷

আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আর্থিক প্রতিপত্তি দেখানোর জন্য বাঘ, চিতাবাঘ বা সিংহের মতো বন্যপ্রাণী পোষা নতুন কিছু নয়৷ কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি চমকে উঠতে বাধ্য৷ ভিডিওটি দেখে বলুন তো, ঠিক বলছি কিনা!

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ