1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ, ক্যানাডার ক্রিকেটাররা

১৩ ফেব্রুয়ারি ২০১১

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশ ও ক্যানাডা দলের ক্রিকেটাররা৷ সকাল ১১টা ৫৫ মিনিটে বিজি ০২২ নামের উড়োজাহাজটি বাংলাদেশ ও ক্যানাডার ক্রিকেটারসহ ১৬১ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়৷

ছবি: AP

পরে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে ওড়ার আগ মুহূর্তে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে৷ এর পরপরই উড়োজাহাজটি পার্ক করে যাত্রীদের নামিয়ে দেয়া হয়৷ এটি মাসকট থেকে সকাল নয়টা ৫৫ মিনিটে চট্টগ্রামে এসে পৌঁছায়৷ পরে প্রয়োজনীয় মেরামত শেষে বেলা আড়াইটার দিকে উড়োজাহাজটিতে যাত্রীদের তুলে দেয়া হয়৷ কিন্তু এ সময় ক্যানাডা ক্রিকেট দলের পাঁচজন খেলোয়াড় ভয়ে ওই উড়োজাহাজটিতে উঠতে রাজি না হওয়ায় তাঁদের বেসরকারি সংস্থার একটি উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়৷ পরে সবাই নিরাপদে ঢাকা এসে পৌঁছেছেন৷

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকা ব্যবস্থাপক তানজীব আহসান সাদ টেলিফোনে জানান, সকাল সাড়ে ১১টায় আমাদের ফ্লাইট ছিলো৷ বিমান ছেড়েও ছিল৷ কিন্তু সমস্যা দেখা দেয়ায় রানওয়েতে বিমানটি থেমে পড়ে৷ পরে আমাদের নামিয়ে আনা হয়৷

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আবুল কাশেম জানান, ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী উড়োজাহাজটির চাকা উত্তপ্ত হয়ে পড়ায় উড্ডয়নে সমস্যা দেখা দেয়৷ বিমানে দুই দলের ৪০ জন খেলোয়াড়-কর্মকর্তাসহ মোট ১৬১ জন আরোহী ছিলেন৷

চেন্নাইয়ের উইকেটের সমালোচনায় স্মিথ

চেন্নাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের প্রশিক্ষণ ম্যাচের জন্যে তৈরি উইকেটের সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অধিনায়ক গ্রায়েম স্মিথ৷ ঐ উইকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলে দক্ষিণ আফ্রিকা৷ বিশ্বকাপ চলার সময় আরো ভালো উইকেট তৈরির আহ্বান জানিয়েছেন তিনি৷

শনিবার ঐ চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচে জিম্বাবোয়ের সঙ্গে আট উইকেটে স্মিথের দল জিতলেও, তিনি নিজে ঐ পিচের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না ঐটা খুব ভালো উইকেট ছিল৷'' খেলা শেষ হবার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অধিনায়ক বলেন, উইকেট খুব কম সহায়তা করলেও স্পিনাররা সম্ভবত ঐ পিচের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলেন৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা/ সমীর কুমার দে

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ