1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় হারের আগে লিটনের দারুণ সেঞ্চুরি

১১ জানুয়ারি ২০২২

বাংলাদেশের হার আগের দিনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল৷ তবে তার আগে লিটন উপহার দিলেন ব্যাটিং মাস্টারক্লাস৷ মাঠ আর টিভির পর্দার সামনে সবাইকে বিনোদনে দারুণ মোহিত করলেন লিটন ৷

Cricket Bangladesch Liton Das
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

নান্দনিকতা ও নিয়ন্ত্রণ, কতৃত্ব আর কাব্যিক শটের মহড়া, সবকিছুই ফুটে উঠল একটি ইনিংসে৷ দল বড় হারের পথে৷ ম্যাচ তিন দিনেই খতম হওয়ার দিকে৷ প্রতিপক্ষের পেস আক্রমণের একের পর এক থাবা৷ সবকিছু একদিকে, লিটন কুমার দাস যেন ভিন্ন এক ভুবনে ৷ হ্যাগলি ওভালের সবুজ ক্যানভাসে আঁকলেন তুলি আঁচড়৷ রাজা হয়ে প্রবল দাপটে আছড়ে ফেললেন ‘শত্রুর' সব বাধা!

ম্যাচে নিউজিল্যান্ডের জয় ইনিংস ও ১১৭ রানে৷ প্রথম টেস্ট হারের ধাক্কা সামলে বিশাল জয়ে সিরিজ ড্র করতে পারল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নেরা৷ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের অভাবনীয় প্রাপ্তিকে সিরিজ জয়ের উচ্চতায় নিতে পারল না বাংলাদেশ৷তবে এই সফরের আগে ধুঁকতে থাকা দলের জন্য সিরিজ ড্র করতে পারাও বড় অর্জন৷

বাংলাদেশের শেষের প্রাপ্তি লিটনের সেঞ্চুরি৷ দুর্দান্ত সব ড্রাইভ, কাট আর পুল শটের মিশেলে ১১৪ বলে ১০২ রানের ইনিংস৷ ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে সেঞ্চুরি ছিল না তার৷ এখন চার টেস্টের মধ্যে করে ফেললেন দুটি সেঞ্চুরি৷

ম্যাচের ফল যেমন, তেমনি শেষটাও হলো নিউজিল্যান্ডের জন্য হলো প্রাপ্তির পূর্ণতায়৷ শেষ উইকেটের জন্য বল হাতে তুলে দেওয়া হলো বিদায়ী টেস্ট খেলতে নামা রস টেইলরের হাতে৷ ৮ বছর পর টেস্টে বল হাতে নিয়ে প্রথম ওভারেই তিনি দেখা পেলেন উইকেটের৷ নিউজিল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেস্ট থেকে বিদায় নিলেন শেষ বলে  উইকেট নিয়ে৷ আড়াইশ রানের ইনিংস খেলা টম ল্যাথাম কিংবা দারুণ বোলিং করা পেসারদের ছাপিয়ে কিউই উৎসবের মধ্যমণি তখন টেইলর৷

লিটনের আগে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরাও চেষ্টা করেন লড়াইয়ের৷ উইকেট আঁকড়ে রাখেন বেশ কজন৷ তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউই৷ 

তবে প্রথম ইনিংসে ফিফটি করা ব্যাটসম্যান সেই সুযোগ কাজে লাগাতে পারেননি৷ ওয়্যাগনারের আরেকটি বাউন্সার সামলাতে না পেরে সহজ ক্যাচ দেন সেই ল্যাথামের হাতেই (২) ৷ টেস্টে বাংলাদেশের শতরানের জুটিগুলোর মধ্যে সবচেয়ে গতিময় এটিই, ওভারপ্রতি রান তোলেন তারা ৫.৮২৷ ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম শতরানের জুটিও এটি৷

লিটন সেই পথে পা বাড়াননি৷ আঙুলে কয়েক দফায় আঘাত সয়ে, টেপ পেঁচিয়ে, ব্যথানাশক স্প্রে নিয়ে শতরান পূরণ করেন তিনি ১০৬ বলে৷ মাঠে থাকা সমর্থকেরা তুমুল উল্লাসে অভিনন্দন জানান তাকে অসাধারণ ইনিংসে৷ সেঞ্চুরির পরপরই আউট হয়ে যান তিনি জেমিসনের ভেতরে ঢোকা বলে৷ দ্বিতীয় নতুন বলের আগেই শেষ হয় বাংলাদেশের ইনিংস৷

টানা ১০ ইনিংসে রান না পাওয়া ইবাদত হোসেন অবশেষে রানের মুখ দেখেন৷ তবে তাকে শিকার বানিয়ে ম্যাচ আর নিজের ক্যারিয়ারের ইতি টানেন টেইলর৷

২৫২ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম৷ আর দুই টেস্টে দুই সেঞ্চুরিতে সিরিজের সেরা ডেভন কনওয়ে৷

সংক্ষিপ্ত স্কোর:
 
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬ (ডি.)
 
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬
 
বাংলাদেশ ২য় ইনিংস: (ফলো-অনের পর):  ৭৯.৩ ওভারে ২৭৮ (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, ইয়াসির ২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, ইবাদত ৪; সাউদি ১৭-৬-৫৪-১, বোল্ট ১৬-৬-৪২-০, জেমিসন ১৮-৪-৮২-৪, ওয়্যাগনার ২২-৭-৭৭-৩, মিচেল ৬-১-১৮-১, টেইলর ০.৩-০-০-১) ৷

ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী৷

সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র৷

ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম৷

ম্যান অব দা সিরিজ: ডেভন কনওয়ে৷

 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ