1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আংকারার সিরিয়া নীতি বদলাচ্ছে'

ক্রিস্টফ হাসেলবাখ/এসি২২ জুলাই ২০১৫

বার্লিনের জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল আ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স-এর বিশেষজ্ঞ গ্যুন্টার জয়ফার্ট-এর মতে, সুরুচ-এর বোমাবাজি ছিল তুরস্কের সাম্প্রতিক নীতিবদলের বিরুদ্ধে ইসলামিক স্টেট-এর প্রতিশোধ৷

Türkei Proteste in Istanbul
ছবি: Getty Images/AFP/O. Kose

সুরুচ নামধারী ছোট্ট শহরটি সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্তের অদূরে অবস্থিত৷ সোমবার সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিলেন সীমান্তের অপরপারে আইএস-এর সঙ্গে কুর্দ পেশমার্গার যুদ্ধে প্রায় পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত কোবানে শহরটি পুনর্নির্মাণে সাহায্য করার উদ্দেশ্যে৷ সমাবেশে সম্ভবত এক আইএস সন্ত্রাসী অথবা আইএস সমর্থক একটি আত্মঘাতী বোমা আক্রমণ চালিয়ে ৩২ জন মানুষের প্রাণ নেয়, আহত হন শতাধিক৷

তাল আবিয়াদ-এ কুর্দি যোদ্ধারাছবি: Getty Images/G. Sahin

এবার তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলু-ও স্বীকার করেছেন যে, আততায়ীর ইসলামিক স্টেট-এর সঙ্গে যোগ থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তবে কি এবার আইএস-এর প্রতি তুরস্কের মনোভাব পাল্টাতে চলেছে? ডয়চে ভেলের ক্রিস্টফ হাসেলবাখ তুরস্ক বিশেষজ্ঞ গ্যুন্টার জয়ফার্ট-এর সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা বলেন৷

ডিডাব্লিউ: কুর্দ গোষ্ঠীগুলির মতে, সুরুচ-এর আক্রমণের জন্য তুর্কি সরকারও অংশত দায়ী৷ এই অভিযোগ কি যুক্তিযুক্ত?

গ্যুন্টার জয়ফার্ট: তুরস্ক যে ইসলামিক স্টেট-কে বাস্তবিক সাহায্য করেছে, তার কোনো সাক্ষ্যপ্রমাণ এ'যাবৎ অবর্তমান৷ তবে আমরা জানি যে, তুরস্ক সরকারিভাবে বিভিন্ন জিহাদি গোষ্ঠীকে সাহায্য করে থাকে, যেমন আল নুসরা ফ্রন্ট, যাদের যোদ্ধাদের তুরস্ক ও সৌদি আরবে প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র ইত্যাদি দেওয়া হয়ে থাকে৷ আল নুসরা ফ্রন্ট এবং ইসলামিক স্টেটের মতাদর্শ মোটামুটি এক৷

গ্যুন্টার জয়ফার্টছবি: picture-alliance/dpa/SWP

এ বছরের ১৭ই জুন যখন সিরিয়ার কুর্দ যোদ্ধারা তুরস্কের সীমান্তে অবস্থিত তাল আবিয়াদ শহরটি থেকে আইএস-কে বিতাড়িত করে, তখন তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছিল যে, সিরিয়ার কুর্দরা সেখানে তাদের আধিপত্য বিস্তার করবে, যা কিনা তুরস্কের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে৷ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়া যাবৎ তুরস্কের নীতির ভিত্তি হলো এই শঙ্কা যে, কুর্দরা সিরিয়ায় একটি স্বশাসিত এলাকা প্রতিষ্ঠা করতে পারে৷ আংকারার কাছে ইসলামিক স্টেট সে-তুলনায় ততটা বিপজ্জনক নয়৷

সিরিয়ার ক্ষেত্রে তুরস্কের দীর্ঘমেয়াদি নীতি কী?

তুরস্কের ভিতরে ও বাইরে কুর্দদের স্বশাসন রোধ করা৷ কিন্তু এই নীতি বজায় রাখা যাবে না৷ আমরা দেখেছি যে, তুর্কি সরকার ৩০ বছর ধরে স্বদেশে পিকেকে-র সঙ্গে যুদ্ধ চালানোর পর এবার আলাপ-আলোচনায় বসতে বাধ্য হচ্ছেন৷ কেননা কুর্দ স্বাধীনতা আন্দোলনের নিজস্ব গতিশীলতার বিরুদ্ধে তুর্কি সরকারের কিছুই করার নেই৷

যদি প্রমাণ হয় যে, সুরুচ-এর আক্রমণের পিছনে সত্যিই আইএস-এর হাত রয়েছে, তবে কি তুরস্ক তার নীতি বদলাতে পারে?

আমরা দেখছি, এই সব আক্রমণের পরিপ্রেক্ষিতে তুরস্ক তার নীতি বদলাতে শুরু করেছে, তবে খানিকটা মার্কিন চাপেও বটে৷ আমরা জানি, বিগত কয়েক সপ্তাহে তুরস্কে আইএস সংক্রান্ত প্রথম কিছু গ্রেপ্তারির ঘটনা ঘটেছে – আইএস সমর্থকদের গ্রেপ্তারির ঘটনা৷ পুলিশ যে সত্যিই আইএস-এর বিরুদ্ধে সক্রিয় হচ্ছে এবং সামরিক বাহিনী যে প্রতি সপ্তাহে জানাচ্ছে, কতজন অনুপ্রবেশকারীকে সিরীয় সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো – এ সবই খুব নতুন৷

মার্কিনি এবং ইউরোপীয়রা গত দেড় বছর ধরে দাবি জানিয়ে আসছেন যে, ইউরোপ তথা বিশ্বের অন্যান্য স্থান থেকে আগত হবু আইএস যোদ্ধাদের সীমান্ত পার হয়ে সিরিয়ায় ঢোকা থেকে বিরত করতে হবে৷ এতদিনে তুরস্ক সে কাজ শুরু করেছে৷ আইএস-এর সর্বাধুনিক আক্রমণ তুরস্কের এই নতুন নীতির প্রতিশোধ বলে অনেকের ধারণা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ