1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বদলে যাচ্ছে বিমান

সাগর সরওয়ার১৯ সেপ্টেম্বর ২০০৮

খোলনলচে পাল্টে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের৷ বদলে যাচ্ছে এর উড়োজাহাজগুলোর চেহারা, সেবার মান আরও অনেক কিছু৷ সরকারী এ সংস্থার বহরে যোগ দিচ্ছে আরও অন্তত ১৩টি বিমান৷

পয়লা নভেম্বরে বাংলাদেশের জাতীয় বিমান বহরে যোগ দিচ্ছে দুটি ৭৩৭ বোয়িংছবি: AP

এর মধ্যে আগামী পয়লা নভেম্বরে বাংলাদেশের জাতীয় বিমান বহরে যোগ দিচ্ছে দুটি ৭৩৭ বোয়িং উড়োজাহাজ৷ লিজ ভিত্তিতে আসছে এ দুটো৷ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল ডয়েচে ভেলেকে এই তথ্য জানিয়েছেন৷

এক বিশেষ সাক্ষাতকারে মাহবুব জামিল বলেছেন, ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে কোটি কোটি টাকা লোকসান দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দক্ষতা বাড়াতে স্ট্রাটেজিক পার্টনার নেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ এরই অংশ হিসাবে সাতটি আর্ন্তজাতিক বিমান সংস্থার সঙ্গে আলোচনা চলছে৷ এর মধ্যে ইতিমধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে আলোচনাটি বেশ এগিয়েছে৷ তিনি জানান, ২০০৭ সালের জুলাই মাসে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়৷ তখন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়৷ বর্তমানে এয়ারলাইন্সটিতে প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে৷

মাহবুব জামিল জানান, আমরা চাইছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামক এ প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক সংস্থা হিসাবে দাঁড় করাতে৷ আর এর ফলাফল দেখা যাবে ডিসেম্বরের মধ্যেই৷ তিনি জানান, আমরা যে কেবল উড়োজাহাজই আনছি, তাই নয়৷ আমরা আমাদের উড়োজাহাজের রং বদলে ফেলছি৷ বদলে ফেলছি সেবার মান৷ নিয়োগ করা হচ্ছে নতুন উদ্যোমী কর্মী৷ লক্ষ্য একটিই এগিয়ে যাওয়া, সেবার মান দিযে আকর্ষণ করা নতুন পুরানো যাত্রীদের৷

খোঁজ নিয়ে জানা যায়, বিমানের ১৪ টি উড়োজাহাজের মধ্যে সচল রয়েছে আটটি৷ পাঁচটা ডিসি-১০ এর মধ্যে তিনটি, চারটি এফ-২৮ এরমধ্যে দুটি, তিনটি এয়ারবাসের মধ্যে দুটি এবং দুটি বোয়িংয়ের মধ্যে একটি সচল রয়েছে৷

বিমানের জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, বর্তমানে ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান৷

মাহবুবব জামিল এ বিষয়ে জানিয়েছেন, নতুন নতুন রুটে বিমান চলা শুরু করার সিদ্ধান্তের আগে পুরানো যেগুলো বন্ধ করে দেয়া হয়েছে, সেসব রুটে আবার ফ্লাইট চালুর বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ