1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনানীর আগুনে গাফিলতি সবার: পুলিশ

৩১ মার্চ ২০১৯

ঢাকার বনানীর ফারুক রূপায়ণ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার গাফিলতি রয়েছে৷ রোববার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে পুলিশ৷

Bangladesh Dhaka Hochaus-Brand
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu

পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আবদুল বাতেন বলেছেন, ‘‘আমরা এই মামলায় রাজউক, জমির মালিক, আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান রূপায়ণ—এদের কার কী দায়িত্ব ছিল, কার কী অবহেলা ছিল, তা খতিয়ে দেখব৷ এটা সত্য যে যার যার নির্দিষ্ট ভূমিকা পালন না করায় এ ঘটনা ঘটেছে৷''

মামলা ও গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত শনিবার রাতে বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা করেন৷
সংবাদ সম্মেলনে বাতেন সাংবাদিকদের জানান যে, মামলার আসামিদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে৷ তারা হলেন, জমির মালিক এসএমএইচআই ফারুক ও ভবনটির ১৮ থেকে ২৩ তলা'র মালিক বিএনপি নেতা তাজভিরুল ইসলাম৷ ফারুক ভবনের ৪৫ শতাংশেরও মালিক৷
তাজভিরুল ইসলামকে গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, ‘‘রূপায়ণ তাজভিরুল ইসলামকে ফ্লোরগুলো নিবন্ধন করে দেয়নি৷ তিনি দখলস্বত্বে আছেন৷ এ কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷''
ঠিকাদার কোম্পানি রূপায়ণের মালিক লিয়াকত আলী মুকুলকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ তবে লিয়াকত ‘পলাতক' আছেন৷
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করেন ভূমি মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রূপায়ণ গ্রুপ৷ তখন রাজউক ১৮ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন দেয়৷ পরে বিএনপি-জামায়াত সরকারের আমলে ২০০১ সালে ভবনটিকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত করে নির্মাণ করা হয়৷

হেলে পড়েছে এফআর টাওয়ার
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা রোববার বেলা ১১টার দি‌কে ভবন‌ প‌রিদর্শন ক‌রেন৷ প্রাথ‌মিক পরিদর্শন শে‌ষে সাংবাদিকদের তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর টাওয়ার কিছুটা হে‌লে প‌ড়ে‌ছে৷ কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে৷
তারা আরো জানান, তাই সংস্কারের আগে ভবন‌টি ব্যবহার করা যা‌বে না৷ সংস্কারে লাগবে কমপক্ষে তিন মাস৷
কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক মে‌হেদী আহ‌মেদ আনসারী স্থানীয় সাংবাদিকদের ব‌লেন, বাংলা‌দেশ ইমারত নির্মাণ বি‌ধিমালা ও ফায়ার সেফ‌টি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবন‌টি ব্যবহার করা যা‌বে না৷
এছাড়া রাজউকের প্রধান প্রকৌশলী আবদুল ল‌তিফ হেলালী জানান, প্রাথ‌মিক প‌রিদর্শন শে‌ষে ভবন‌টির কংক্রিট ও অন্যান্য নির্মাণসামগ্রী পরীক্ষা ক‌রে দেখা হ‌বে৷ ১৮ তলা ভবনটি ২৩ তলা পর্যন্ত করায় কতটা ঝুঁকি তৈ‌রি হয়েছে, তা খ‌তি‌য়ে দেখ‌তেই এই পরীক্ষা-নিরীক্ষা৷

গত বৃহস্পতিবার বনানীর ২৩ তলা ভবনটিতে আগুন লাগে৷ এতে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অর্ধ শতাধিক৷ চারটি তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷

জেডএ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ