1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনের থেকে বের হলো চিতা...

৯ ফেব্রুয়ারি ২০১৬

৭ই ফেব্রুয়ারি, রবিবার৷ ভারতে সরকারি ছুটির দিন৷ তাই ছুটি ছিল বেঙ্গালুরুর ‘ভিবজিওর' হাইস্কুলেও৷ আর সে জন্যই তো রক্ষা পেয়ে গেল ছাত্র-ছাত্রীরা৷ কারণ এদিন, পড়ুয়াদের বদলে স্কুলে ঢুকেছিল একটা চিতা!

Leopard
ছবি: Getty Images

ছুটির দিন লোকজন কম ছিল, তাই প্রথমে কেউ লক্ষ্য করেনি৷ আর স্কুলের ভিতর হানা দিয়ে চিতাটাও প্রথমে কোনো রা করেনি৷ কিন্তু কিছুক্ষণ পর দারোয়ানের সামনা-সামনি হতেই যুদ্ধং দেহি!

চারিদিকে ‘মারো, মারো' রব৷ স্থানীয়রাই লাঠিসোটা নিয়ে নেমে পড়েন৷ কিন্তু চিতাবাঘ বলে কথা, তার সঙ্গে দৌড়ে বা গায়ের জোরে কি পারা যায়?

সিসিটিভি-র ফুটেজে স্কুলের নিরাপত্তাকর্মীরা চিতাকে দেখে অবশ্য সঙ্গে সঙ্গেই খবর দিয়ে দিয়েছিলেন বন্যপ্রাণী দপ্তরে৷ তবে তার মধ্যে চার-চারজনকে ঘায়েল করেছে চিতা বাঘ৷

তারপর কী হলো? জানতে হলে যে ভিডিওটি দেখতে হবে...৷ তবে এটুকু বলতে পারি, বেশ অনেকক্ষণ ধরে বাঘটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল বনবিভাগের কর্মকর্তারা৷ কিন্তু....

ডিজি/এসি

ভিডিওটি দেখলেন? বলুন তো শেষে চিতাবাঘের ভাগ্যে কী জুটেছিল? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ