বনে শেষ হল জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন
৫ মে ২০১০গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো- এবারও স্বপ্ন হয়েই থাকতে পারে৷ সম্মেলনে অংশগ্রহণকারীদের অন্তত তাই ধারণা৷ ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সুরক্ষা বিষয়ক কমিশনার কনি হেডেগার্ড বলছেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তাদের আলোচনায় তিনি নতুন কিছু পান নি৷ বরং কোপেনহেগেন সম্মেলনে তাঁরা যে সুরে কথা বলেছেন, এখনো যেন ঠিক তাই আছে৷
এদিকে ডয়চে ভেলের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে হেডেগার্ড জলবায়ু সুরক্ষায় শিল্পোন্নত দেশগুলোর নতুন উপলব্ধির কথা তুলে ধরেছেন৷ তিনি বলেন, ‘‘সবকটি শিল্পোন্নত দেশই এখন বুঝতে পারছে যে, সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের উপরই তাদের বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে৷ শুধু প্রতিশ্রুতি নয়, কথা নয়, সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়াটাই আসল৷''
এছাড়া কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গমন হ্রাসের ক্ষেত্রে শুধু কিয়োটো চুক্তির উপর নির্ভর করে থাকলে হবে না বলে মনে করেন হেডেগার৷ বরং যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ব্রাজিল সহ আরো অন্যান্য দেশকে সঙ্গে নিয়েই একটা সমাধান বের করতে হবে বলে তিনি মন্তব্য করেন৷
এদিকে জার্মানির পরিবেশ মন্ত্রী নর্বাট রোয়েটগেনের দাবি, কোপেনহেগেন সম্মেলনের আলোচনায় যে বরফ জমা হয়েছিল বন সম্মেলনে তা কিছুটা হলেও গলেছে৷ কারণ বিভিন্ন দেশের প্রতিনিধিরা নাকি তাঁর কাছে এমন মনোভাবই প্রকাশ করেছেন৷
সম্মেলনের শেষ দিনে রোয়েটগেন বন সম্পদ রক্ষায় দরিদ্র দেশগুলোকে ৩৫০ মিলিয়ন ইউরো দেয়ার অঙ্গিকার করেন৷ আর পুরনো প্রযুক্তি বাদ দিয়ে দেশগুলো যেন পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি চালু করতে পারে সেজন্য দেয়া হবে ৮৫০ মিলিয়ন ইউরো৷ ২০১২ সালের মধ্যে এই অর্থ ছাড়ের অঙ্গিকার করেন জার্মানির পরিবেশ মন্ত্রী৷ তিনি আশা করছেন, এর ফলে বাতাসে কার্বনের পরিমাণ কমে আসবে৷ এদিকে রেইন ফরেস্ট বাঁচাতে ফ্রান্স ও নরওয়ে অর্থ সাহায্য দেবে বলে জানিয়েছেন রোয়েটগেনের কয়েকজন সহকর্মী৷
এদিকে জলবায়ু বিষয়ক জাতিসংঘের প্রধান কর্মকর্তা ইভো ডি বোয়ার আসন্ন কানকুন সম্মেলন নিয়ে মন্তব্য করেছেন৷ তিনি বলেন যে, স্বাক্ষর করার মতো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবেনা ঐ সম্মেলনে৷ তবে তাই বলে কানকুন সম্মেলন যে একেবারে ব্যর্থ হবে, সেটাও বলছেন না তিনি৷ বরং আলোচনায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে বলে তাঁর ধারণা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক