1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ড গেলেন আফগানিস্তানে, তবে যুদ্ধ করতে নয়

১৯ নভেম্বর ২০১২

জেমস বন্ডের হালের অবতার ড্যানিয়েল ক্রেগ জাতিতে ব্রিটিশ, খোদ জেমস বন্ডও যা ছিলেন৷ উভয়েরই আফগানিস্তানে যাবার ডাক পড়তে পারতো৷ রবিবার ক্রেগ গেছিলেন ঠিক সেইরকম একটি মিশনে৷

***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über den Film verwendet werden*** DANIEL CRAIG (James Bond) in Sony Pictures' SKYFALL. © 2012 Sony Pictures Releasing GmbH
ছবি: 2012 Sony Pictures Releasing

অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস৷ কাজেই বন্ড-অভিনেতা ক্রেগ যে হঠাৎ দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ব্রিটিশ সৈন্যদের ক্যাম্প বাস্টিয়ন শিবিরে গিয়ে হাজির হবেন, সে খবরটা স্বভাবতই আগে থেকে ঢ্যাঁড়া পিটিয়ে জারি করা হয়নি৷

বন্ড গেছেন হার ম্যাজেস্টির সৈন্যদের পরিদর্শনে নয়, তাদের মনোরঞ্জন করতে৷ এক্ষেত্রে ক্রেগের সবচেয়ে বড় হাতিয়ার হল তাঁর সর্বাধুনিক ছবি: স্কাইফল৷ খোদ ড্যানিয়েল ক্রেগের সঙ্গে বসে স্কাইফল দেখার সৌভাগ্য জুটল ৮০০ ব্রিটিশ সৈন্যের কপালে৷ ছবি শুরু হওয়ার আগে ক্রেগ নাকি সৈন্যদের সামনে ছোট্ট একটি ভাষণ দেন৷ তবে সেই ভাষণ ‘‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড'', এই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন কিনা, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তা জানানো হয়নি৷

হেলমন্দ হল আফগানিস্তানের অশান্ত প্রদেশগুলোর মধ্যে অন্যতম, জেমস বন্ডের সে'কথা অজানা থাকার কথা নয়৷ সেখানে যে সব ব্রিটিশ সৈন্য নিয়োজিত রয়েছে, তারা বন্ডের গ্ল্যামার অ্যান্ড গার্লস ছাড়াই একটি অতি দুরূহ কাজ সম্পন্ন করছে৷ তারাই বন্ডকে তাদের শিবির ঘুরিয়ে দেখিয়েছে৷ দেখিয়েছে, ফিল্ড পোস্টে কাজ করতে যাবার আগে তাদের কী ধরণের ট্রেনিং দেওয়া হয়৷ বন্ড নিজে তাদের একটি মেশিন গান ফায়ার করার সুযোগ পেয়েছেন৷ আবার তাঁকে শিবিরের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তিনি দেখেছেন ট্রমাগ্রস্ত সৈন্যদের কীভাবে চিকিৎসা করা হয়৷

তৃতীয় ফিল্ম স্কাইফল তো বন্ড ফ্র্যাঞ্চাইজের বাণিজ্যিক সাফল্যের নতুন ডাইমেনশন খুলে দিয়েছেছবি: 2012 Sony Pictures Releasing

ড্যানিয়েল রাফটন ক্রেগ

ড্যানিয়েল ক্রেগের জন্ম ১৯৬৮ সালের দোসরা মার্চ৷ অভিনয়ই তাঁর নেশা এবং পেশা৷ ন্যাশনাল ইয়ুথ থিয়েটার থেকে লন্ডনের গিল্ডহল স্কুল অফ মিউজিক অ্যান্ড ড্রামায় প্রশিক্ষণ পেয়েছেন৷ গোড়া থেকেই ফিল্ম-টেলিভিশনের সঙ্গে যুক্ত৷

পিয়ার্স ব্রসনানের পর ষষ্ঠ জেমস বন্ড হিসেবে যখন ক্রেগকে বাছা হয়, তখন অনেককেই নাক কুঁচকোতে দেখা গিয়েছিল৷ কিন্তু তাঁর প্রথম অভিনীত বন্ড ছবি ক্যাসিনো রয়ালের দুর্দান্ত সাফল্যের পর সেই নির্বাচন নিয়ে আর কারোকে উচ্চবাচ্য করতে শোনা যায়নি৷

বন্ড হিসেবে ক্রেগের দ্বিতীয় ছবি কোয়ান্টাম অফ সোলেস যদি সেরকম সাফল্য না পেয়ে থাকে, তবে তার জন্য ক্রেগকে কেউ দায়ী করবে না৷ আর তৃতীয় ফিল্ম স্কাইফল তো বন্ড ফ্র্যাঞ্চাইজের বাণিজ্যিক সাফল্যের একটা নতুন ডাইমেনশন খুলে দিয়েছে৷

২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে ড্যানিয়েল ক্রেগ হয়ে দাঁড়িয়েছেন জেমস বন্ড এবং জেমস বন্ড হয়ে দাঁড়িয়েছেন ড্যানিয়েল ক্রেগ৷ একেই বলে দ্বিপাক্ষিক, সফল ব্র্যান্ডিং৷ কাজেই রবিবার আফগানিস্তানে অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিসে কে গিয়েছিলেন, তা বলা শক্ত: বন্ড, না ক্রেগ?

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ