1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ড চরিত্র ফিরিয়ে দেয়ার কারণ

২০ ডিসেম্বর ২০১৫

এই জেমস বন্ডকে চেনেন আপনি? ইনি ১৯৬৯ সালে মুক্তি পাওয়া বন্ড মুভির নায়ক জর্জ লেইজেনবি৷ বন্ডের ঐ একটি মুভিই তিনি করেছেন৷ পরেরটিতেও তাঁকে অভিনয়ের প্রস্তাব দেয়া হলে তিনি তা ফিরিয়ে দেন৷

Australien Schauspieler George Lazenby als James Bond
ছবি: Getty Images/Michael Stroud/Daily Express/Hulton Archive

শন কনরি অবসরে যাওয়ার পর বন্ড চরিত্রের জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল৷ সেই সময় গাড়ি বিক্রেতা ও পার্টটাইম মডেল ২৮ বছর বয়সি অস্ট্রেলীয় লেইজেনবিকে অডিশনের মাধ্যমে বন্ড চরিত্রের জন্য নির্বাচন করা হয়৷

এরপর ‘অন হার মেজেস্টিস সিক্রেট সার্ভিস' ছবিতে অভিনয় করেন লেইজেনবি৷ বন্ডের পরের ছবিতেও তাঁকে অভিনয়ের প্রস্তাব দেয়া হলে তিনি তা ফিরিয়ে দেন! এর পেছনে থাকা অন্যতম কারণটি তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেন৷ ‘উইকেন্ড অস্ট্রেলিয়া' ম্যাগাজিনকে দেয়া সেই সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার একমাত্র জেমস বন্ড বলেন, বন্ড চরিত্রে অভিনয়ের কারণে নারীরা তাঁর সঙ্গে মিশতে আগ্রহী ছিল না৷

স্যুট পরা মানুষকে তারা (নারী) পছন্দ করতো না৷ ‘‘ঐ সময়টা ছিল হিপ্পিদের সময়৷ আপনার লম্বা চুল থাকতে হবে, পরতে হবে বেল বটম৷ তখন ‘ইজি রাইডার'-এর যুগ ছিল৷ নয় মাসে মাত্র পাঁচজন নারী পেয়েছিলাম৷ আমি একটুও অহংকার করছি না৷ কিন্তু বন্ড হওয়ার আগে সেই সংখ্যাটা আমি একদিনেই পেরিয়েছি'', বলেন লেইজেনবি৷

এর আগে ব্রিটেনের ডেইলি মেল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি এ ধরণের মন্তব্য করেছিলেন৷ তিনি বলেছিলেন, ‘‘জেমস বন্ড হওয়ায় আমার যৌনজীবন সীমিত হয়ে গিয়েছিল৷ কোনো নারী আমার সঙ্গে বিছানায় যেতে আগ্রহী ছিল না৷''

বন্ডের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় লেইজেনবির অভিনয় ক্যারিয়ারে খরা নেমে এসেছিল৷ পরবর্তীতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন তিনি৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ