1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ড ছবি ‘স্কাইফল’

৩০ আগস্ট ২০১২

গ্রীষ্মের পর হলিউডে আসছে শরৎ৷ সেই সঙ্গে আসছে নতুন নতুন সব ছবি৷ জেমস বন্ড সিরিজের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে এ বছর৷ সে উপলক্ষ্যে নভেম্বরের ৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ড্যানিয়েল ক্রেগের তৃতীয় বন্ড ছবি ‘স্কাইফল’৷

ছবি: dapd

হরর মুভি ‘প্যারানরমাল অ্যাকটিভিটি' সিরিজের চতুর্থ ছবিটি আসছে অক্টোবরের ১৯ তারিখে৷ এছাড়া আরও যেসব হরর মুভি এবার দর্শক টানতে পারে সেগুলো হলো ‘দ্য হাউজ অ্যাট দি অ্যান্ড অফ দি স্ট্রিট', ‘সিনিস্টার' ‘হোটেল ট্রান্সসিলভ্যানিয়া' ইত্যাদি৷

বছরের এই সময়টায় অস্কার দৌড়ে থাকতে পারে এমন ছবিও মুক্তি পেয়ে থাকে৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ অস্কারের জন্য সবচেয়ে আলোচিত হচ্ছে যে ছবিটি তার নাম ‘দি মাস্টার'৷ পঞ্চাশের দশকের পটভূমিতে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ১৪ই সেপ্টেম্বর৷

১৯৭৯ সালে ছয় মার্কিন কূটনীতিকের মুক্তির মিশনের কাহিনি নিয়ে তৈরি ছবি ‘আর্গো' আসছে ১২ই অক্টোবর৷

এছাড়া ‘জুরাসিক পার্ক'খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিয়ে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জীবনিভিত্তিক ছবি ‘লিংকন'৷ এটা মুক্তি পাবে নভেম্বরের ৯ তারিখে, যেদিন মুক্তি পাবে বন্ড মুভি স্কাইফল'ও৷

টম হ্যাঙ্কস আর হ্যালি বেরি'র ছবি ‘ক্লাউড অ্যাটলাস' মুক্তি পাবে অক্টোবরের ২৬ তারিখে৷

জেডএইচ / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ