1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্কাইফল’-এর প্রদর্শনী

২৪ অক্টোবর ২০১২

জিরো জিরো সেভেন৷ জেমস বন্ড৷ এই সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল মঙ্গলবার, লন্ডনে৷ গত দুটি ছবির মতো এবারও মূল চরিত্রে থাকছেন ড্যানিয়েল ক্রেগ৷ সঙ্গে জুডি ডেনস ও খাভিয়ার বার্ডেম৷

এ বছর জেমস বন্ড সিরিজের ছবির ৫০ বছর পূরণ হচ্ছে৷ তাই স্কাইফল ছবিতে অভিনয় করে বিশেষ খুশি ড্যানিয়েল ক্রেগ৷ প্রিমিয়ারে উপস্থিত হয়ে তিনি বলেন, এটা আসলেই একটা সম্মানের বিষয়৷
ছবি: Getty Images

এ বছর জেমস বন্ড সিরিজের ছবির ৫০ বছর পূরণ হচ্ছে৷ তাই স্কাইফল ছবিতে অভিনয় করে বিশেষ খুশি ড্যানিয়েল ক্রেগ৷ প্রিমিয়ারে উপস্থিত হয়ে তিনি বলেন, এটা আসলেই একটা সম্মানের বিষয়৷

১৯৬২ সালে ‘ডক্টর নো' ছবি দিয়ে জেমস বন্ডের প্রথম যাত্রা শুরু হয়েছিল৷ এরপর থেকে মুক্তি পাওয়া ২২টি ছবি থেকে আয় হয়েছে পাঁচশো কোটি ডলারেরও বেশি৷

বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল মঙ্গলবার, লন্ডনেছবি: Getty Images

ব্রিটেনের প্রিন্স চার্লস স্কাইফলের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন৷ তিনি জেমস বন্ডকে ‘সবচেয়ে সেরা সিক্রেট সার্ভিস এজেন্ট' বলে আখ্যায়িত করেন৷ প্রিমিয়ারে উপস্থিত সমালোচকার স্কাইফলকে জেমস বন্ড সিরিজের অন্যতম সেরা ছবি বলে রায় দিয়েছেন৷

জেমস বন্ডের বস চরিত্রে এবারও দেখা যাবে জুডি ডেনসকে৷ এ নিয়ে ডেনস টানা সাতটি বন্ড ছবিতে অভিনয় করছেন৷ বন্ড ছাড়াও ক্যারিয়ারে আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও বন্ডের ছবিতে কাজ করাটা অন্য সবকিছুর চেয়ে আলাদা বলে মন্তব্য করেছেন তিনি৷

‘অ্যামেরিকান বিউটি' খ্যাত পরিচালক স্যাম মেন্ডেস স্কাইফল ছবিটি পরিচালনা করেছেন৷ এটাই তাঁর পরিচালিত প্রথম বন্ড ছবি৷ তিনি বলেন, বন্ডের ছবিগুলোর কাছে দর্শকদের সবসময় একটা আলাদা প্রত্যাশা থাকে৷ তাদের সেই আশা পূরণে কাজ করাটা সত্যিই আনন্দের, বলেন টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেটের সাবেক স্বামী মেন্ডেস৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ