1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্দুকধারীদের হাতে আফগান নারী সাংবাদিক খুন

১০ ডিসেম্বর ২০২০

এক আফগান সম্প্রচার সাংবাদিক ও তাঁর গাড়ির চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা৷ এর আগে, গত মাসে সেখানে প্রাণ হারিয়েছেন দু'জন সাংবাদিক৷

আফগানিস্তানের নারী সাংবাদিক মালালাই মাইওয়ান্ডের জানাজা
আফগানিস্তানের নারী সাংবাদিক মালালাই মাইওয়ান্ডকে গুলি করে হত্যা করা হয়েছেছবি: Parwiz/REUTERS

আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার রাজ্যের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা বেজে দশ মিনিটে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে টেলিভিশন ও রেডিও উপস্থাপিকা মালালাই মাইওয়ান্ড ও তাঁর গাড়ির চালককে৷ কাজে যাবার জন্য বাসা থেকে বের হবার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীরা তাঁর গাড়িকে তাক করে এলোপাথাড়ি গুলি চালায়৷ সেখানেই প্রাণ হারান মাইওয়ান্ড ও তাঁর গাড়ির চালক, জানিয়েছেন সেই রাজ্যের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি৷

মাইওয়ান্ড এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলের জন্য চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন উপস্থাপক হিসেবে৷ সাংবাদিকতা ছাড়াও, তাঁর কাজ ছড়িয়ে ছিল বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সাথেও৷ বিশের কোঠায় বয়স ছিল মাইওয়ান্ডের৷

এর মাত্র কয়েক সপ্তাহ আগেই, গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান আরেক আফগান সাংবাদিক আলিয়াস দায়ী৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল যে, অনেক দিন ধরেই প্রাণনাশের হুমকি ছিল৷

আফগানিস্তানে বিপন্ন সাংবাদিকতা

২০১৭ সালেই এনিকাস রেডিওর এক গাড়িচালকসহ বেশ কিছু কর্মী মারা যান অফিসের পাশেই একটি হামলায়৷ ২০১৮ সালে এই রেডিও স্টেশনের পরিচালককে গুম করে অজ্ঞাত কিছু ব্যক্তি৷ এছাড়া শুধু ২০১৯ সালেই অন্তত দশজন সাংবাদিক খুন হয়েছেন আফগানিস্তানে৷

সংবাদমাধ্যমের অধিকার নিয়ে সোচ্চার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মত, বিশ্বে এই মুহূর্তে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক রাষ্ট্র আফগানিস্তান৷

যদিও এখন পর্যন্ত মাইওয়ান্ডের হত্যার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, কিন্তু এর আগের এমন ঘটনায় ইসলামিক স্টেট-পন্থি একটি সংগঠনের যুক্ত থাকার কথা সামনে এসেছে৷ পাশাপাশি, এই অঞ্চলে তালেবানদের জোর শক্ত থাকায় সেই সম্ভাবনাও মাথায় রাখছেন অনেকে৷

এসএস/কেএম (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ