1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় হত্যাকাণ্ড

৮ জুলাই ২০১৬

অ্যামেরিকায় পর পর দুটি ঘটনায় পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালীন ৫ পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে৷ পুলিশ বাহিনীতে বর্ণবাদী বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷

ডালাস হত্যাকাণ্ড
ছবি: picture-alliance/AP Photo/S. N. Pool/The Dallas Morning News

Dallas police officers shot dead

00:47

This browser does not support the video element.

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরের কেন্দ্রস্থলে জনবহুল এলাকায় ঘটেছে এই ঘটনা৷ চলতি সপ্তাহে দুই কৃষ্ণাঙ্গ মানুষের হত্যার বিরুদ্ধে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলছিল৷ সে সময়ে দূর থেকে পুলিশ কর্মীদের দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ ফলে পুলিশ বাহিনীর ৫ জন কর্মী নিহত ও ৬ জন আহত হয়েছে৷ শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, সম্ভবত পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দু'জন আততায়ী উঁচু জায়গা থেকে সুপরিকল্পিতভাবে ১১ জন পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল৷ ঘটনার জের ধরে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে৷

মাত্র কয়েক দিনের ব্যবধানে মিনেসোটা রাজ্যে ফাইল্যান্ডো ক্যাস্টাইল এবং লুইজিয়ানা রাজ্যে অ্যাল্টন স্টার্লিং নামের দুই কৃষ্ণাঙ্গকে বিনা প্ররোচনায় পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে৷ শ্বেতাঙ্গ হলে তাদের এভাবে মারা হতো না বলে অনেকে মত প্রকাশ করেছেন৷ এই দুই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ দেখা যাচ্ছে৷ নিউ ইয়র্ক শহরে বিক্ষোভকারীদের স্লোগান ছিল ‘হ্যান্ডস আপ, ডোন্ট শুট'৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গোটা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাঁর মতে, এসব মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়৷ আইনশৃঙ্খলা ব্যবস্থার কাঠামোর মধ্যে বর্ণবৈষম্যের সমস্যারও উল্লেখ করেন তিনি৷ তিনি পুলিশ বাহিনীর কাঠামোয় দ্রুত সংস্কারের ডাক দিয়েছেন এবং দেশের মানুষের উদ্দেশ্যে এই বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন৷

গত দুই বছর ধরে ফার্গুসন, মিসৌরি, বাল্টিমোর, নিউ ইয়র্কের পর চলতি সপ্তাহে মিনেসোটা ও লুইজিয়ানা রাজ্যে পুলিশের হাতে সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ মানুষের হত্যার কয়েকটি ঘটনা আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান সংকট এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে৷ কৃষ্ণাঙ্গদের প্রতি সামগ্রিক বৈষম্যের অভিযোগ জোরালো হচ্ছে৷

তবে ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সূত্র অনুযায়ী, ২০১৬ সালে পুলিশের গুলিতে মোট ৫০৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন কৃষ্ণাঙ্গ৷ ক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যে এবার ৪ জন পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করা হলো৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ