1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যা

১৭ এপ্রিল ২০১২

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট৷ তাই আগামীকাল মামলার সব নথিপত্র নিয়ে গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

সাগর সরওয়ার-মহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে পুলিশের দাখিল করা তদন্ত অগ্রগতি রিপোর্ট মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গির হোসেনের বেঞ্চে উপস্থাপন করা হয়৷ প্রতিবেদনে বলা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গুপ্তচর নিয়োগ করে পুলিশ সর্বাত্মকভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা করছে৷

তাদের ধারনা, ডাকাতি অথবা সাগর-রুনির বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে৷ কিন্তু আদালত তদন্তকারীদের এই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি৷ তাই বুধবার, সকাল ১০টার মধ্যে মামলার সব নথিপত্র নিয়ে গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে৷ যা ডয়চে ভেলেকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন৷

এদিকে, এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে রিট করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ৷ তিনি আদালতে আজ বলেন, মামলার তদন্তে গত দুই মাসে কোনো অগ্রগতি হয়নি৷ তদন্তের ফলাফল শূন্য৷ তিনি মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য আদালতের কাছে আবেদন জানান৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাঁদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে৷ গত তিন মাসেও পুলিশ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পরেনি৷ গ্রেপ্তার করতে পারেনি কোনো অপরাধীকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ