1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধু তো সবাই, সুহৃদ কোথায়?

৪ আগস্ট ২০১১

আপনার বন্ধুর সংখ্যা ঠিক কত? ফেসবুক প্রোফাইলে দেখা যাবে, সেখানে নিদেনপক্ষে দু’শো মুখের সারি৷ এরা সবাই বন্ধু৷ কিন্তু সত্যিই কি বন্ধু? জার্মান মনোবিদরা বলছেন, তিনের বেশি বন্ধুসংখ্যা হওয়া অসম্ভব৷ তাহলে ব্যাপারটা আসলে কী?

Demotix585447Syrians connect online, check their email and chat at an internet cafe as access to Facebook is officially lifted after a 4 year ban by Syrian authorities. Damascus, Syria. The Syrian Facebook ban has apparently been lifted allowing Syrians to connect online, check email and chat at internet cafes as access to the social network appears to be officially lifted after a 4 year ban by Syrian authorities. Damascus, Syria.
বন্ধুর খোঁজ?ছবি: picture-alliance/Demotix/Aiham Dib

ব্যাপারটা যাকে বলে গুরুচরণ৷ এই মুখচ্ছবি বা ফেসবুকের জগতে মানুষ বড্ড বেশি বন্ধুবৎসল হয়ে উঠেছে৷ কুমিল্লার গণ্ডগ্রাম হোক বা নিউ ইয়র্ক৷ মিসিসিপির চাষী বা মেদিনীপুরের জোতদার, সকলেই এখন এই নেট জগতে ফেসবুকে হাজির৷ চকচকে ঝকঝকে ফেসবুক প্রোফাইলে সকলেই বেশ হাসিমুখে কেবল বন্ধুসঙ্গ করে চলেছে৷ এ এক হাওয়ায় ভাসা জগত৷ সেখানে আপনার বাবা, মা, ভাই, বোন, পুত্র কন্যা, কেউই নেই৷ সকলেই বন্ধু৷ সকলেই সুহৃদ৷

কিন্তু এই যে পিতাপুত্র থেকে ভাইবোন, সব রক্ত সম্পর্ক মুছে, সব ধরণের আত্মীয়তা ভুলে গিয়ে সকলে বন্ধু, এটা কি সত্যিই সম্ভব? জার্মান মনস্তত্ববিদ মিশায়েল শেলব্যার্গের মতে, এটা অসম্ভব ব্যাপার৷ কারণ, মানুষের ঠিকঠাক বন্ধুর সংখ্যা তিনের বেশি হয় না সচরাচর৷ আর তার আগে জানতে হবে, বন্ধুত্ব কাকে বলে?

ছবি: DW

বন্ধুত্ব বিষয়টাকে শেলব্যার্গ ব্যাখ্যা করে বলছেন, বন্ধু তাকেই বলা যেতে পারে, যে বন্ধুর সুখদুঃখের সাথী হবে৷ সে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে বটে, কিন্তু সে ভালোবাসা হবে বিশেষ যৌক্তিক৷ বিশেষ মাত্রার৷ বন্ধুর ওপরে আরেকজন নির্ভর করতে পারবে, বিশেষ প্রয়োজন বিশ্বস্ততারও৷ এইসব শর্তাবলী কি মুখচ্ছবির বন্ধুদের ক্ষেত্রেও প্রযোজ্য? এ প্রশ্নটা কিন্তু এখন খুবই দামী প্রশ্ন৷

এর জবাবে আরেক জার্মান মনস্তত্ববিদ ক্রিস্টা রোট জাখেনহাইমের ব্যাখ্যা আবার আরেকরকম৷ জার্মান মনস্তত্ত্ব সংগঠনের প্রধান ক্রিস্টা বলছেন, বন্ধু মানে সে-ই বিশেষ মানুষটি, যার সঙ্গে দীর্ঘ সময়ের সাক্ষাৎ সম্পর্ক আছে এবং থাকছে৷ যে ঘনিষ্ঠতার সবকিছু একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারবে৷ যাকে যেকোন সময়, যেকোন সমস্যা বা আনন্দের ভাগীদার করা যাবে৷ তবেই তাকে বলা যেতে পারে বন্ধু৷

কিন্তু এই ভার্চুয়াল দুনিয়ায়, যখন হাতে কানে মোবাইল, চোখে ফেসবুক, মনে নানান আবেগের চলাফেরা, সেই ভার্চুয়ালিটিতে বাস্তব বন্ধুকে পাওয়া তো যায়ই না, বরং রাজ্যের প্রত্যাশা তৈরি হতে থাকে মানুষের মধ্যে৷ সেই প্রত্যাশায় জল ঢেলে দেয় অবশেষে সেই ভার্চুয়ালিটিই৷ অর্থাৎ বন্ধুর কর্তব্য কেউ করে না, কিন্তু বন্ধু বলে নিজেকে জাহির করে যায় সারাক্ষণ৷

আধুনিকতার এও এক ঘোর সমস্যা৷ বন্ধু তো সবাই, সুহৃদ কোথায়?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ