1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধু নির্ভর খোঁজ সেবা

আরাফাতুল ইসলাম (রয়টার্স)১৭ জানুয়ারি ২০১৩

নতুন বছরে ফেসবুক নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে৷ এই চমককে বলা হচ্ছে ‘গ্রাফ সার্চ’৷ সহজ করে বললে গুগলের মতো সম্ভাব্য লিংক নয়, বরং কাঙ্খিত তথ্যটি হাজির করবে এই খোঁজ সেবা৷

ছবি: Reuters

গতানুগতিক খোঁজে সেবা – যেমনটা গুগলে দেখা যায়, তাতে সাধারণত কোনো বিষয় খোঁজা হলে সেই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু লিংক প্রদর্শিত হয়৷ গুগল অবশ্য অনেকক্ষেত্রে উইকিপিডিয়া থেকে তথ্যও এনে হাজির করে৷ কিন্তু সেটার পরিধি সীমিত৷

গ্রাফ সার্চছবি: Colette van Kerckvoorde

ফেসবুক এবার চালু করছে নতুন ধরনের খোঁজ সেবা৷ এখন পর্যন্ত যা খবর, তাতে এই খোঁজের আওতায় সুনির্দিষ্টভাবে উল্লেখিত তথ্যই হাজির হবে৷ যেমন ধরুন, ঢাকায় থাকা আপনার বন্ধুদের সকল ছবি আপনি একসঙ্গে দেখতে চাইলেন৷ তখন ফেসবুকের খোঁজে বাক্সে ‘ফটোস অফ মাই ফ্রেন্ডস ইন ঢাকা' লাইনটি লিখলেই সেসব ছবি হাজির হবে৷ এই পদ্ধতিতে ঢাকা শহরের কোন কোন রেঁস্তরায় আপনার বন্ধুরা যান, সেটাও আপনি জানতে পারবেন৷ জানতে পারবেন ঘোরাঘুরির জন্য আপনার বন্ধুদের প্রিয় জায়গাগুলো কোথায় কিংবা আপনি আজ অবধি কোন কোন ছবি লাইক করেছেন – সবই৷

বলা প্রয়োজন, নতুন এই ‘গ্রাফ সার্চ' ফেসবুকের সকল ব্যবহারকারীর কাছে এখনও পৌঁছায়নি৷ বিষয়টি নিয়ে চলছে পরীক্ষানিরীক্ষা৷ তাই অল্প কিছু মানুষের কাছে পৌঁছেছে এই সেবা৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নতুন এই খোঁজে সেবা সম্পর্কে বলেছেন, ‘‘গ্রাফ সার্চ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা সঠিক তথ্যটি খুঁজে বের করতে পারে এবং আপনার সামনে হাজির করতে পারে৷ এটি অন্যান্য খোঁজে সেবার মতো লিংকনির্ভর সম্ভাব্য তথ্য হাজির করবে না৷''

উল্লেখ্য, খোঁজ সেবার বাজারে গুগলের অবস্থান এখনও সবার উপরে৷ আর গুগলের সঙ্গে কিছুক্ষেত্রে ফেসবুকের প্রতিযোগিতা বেশ ভালোভাবেই রয়েছে৷ সংস্থাটির নতুন এই উদ্ভাবন যে গুগলের সঙ্গে তাদের একটি ব্যবধান গড়ে দিতে যাচ্ছে, সেটা বলাই যায়৷

অবশ্য নতুন এই গ্রাফ সার্চের কিছু সীমাবদ্ধতাও রয়েছে৷ একটু আগেই যেটা বললাম, এখনই সব ব্যবহারকারী এটা পাচ্ছে না৷ তাছাড়া শুরুর দিকে শুধু ইংরেজি ভাষাতেই ব্যবহার করা যাবে এই সেবা৷ আর মুঠোফোনে এই খোঁজ সেবা খুব তাড়াতাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাও নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ