বন্ধ হওয়া এসভিবি ব্যাংক কিনছে ফার্স্ট সিটিজেন্স ব্যাংক
২৭ মার্চ ২০২৩চুক্তি অনুযায়ী আমানতের পরিমাণ ১১৯ বিলিয়ন ডলার ও সম্পদের পরিমাণ ৭২ বিলিয়ন ডলার বলে রোববার জানিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন এফডিআইসি৷
ফলে সিলিকন ভ্যালি ব্যাংকের ১৭টি সাবেক শাখা সোমবার থেকে ‘সিলিকন ভ্যালি ব্যাংক, ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের একটি শাখা' হিসেবে খুলবে৷
২০০৮ সালের পর বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এসভিবি৷ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্টার্টআপ কোম্পানিকে টাকা ধার দিত এসভিবি৷ আমানত সংকটের কারণে ১০ মার্চ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছিল এফডিআইসি৷
চুক্তির কারণে এসভিবি ব্যাংকের আমানতকারীরা ‘স্বয়ংক্রিয়ভাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আমানতকারী' হয়ে যাবেন বলে জানিয়েছে এফডিআইসি৷
এসভিবি ব্যাংক বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনেক আমানতকারী এসভিবি ব্যাংকের মতো আকারের ব্যাংক থেকে অর্থ তুলে আরও বড় কোনো ব্যাংকে রাখছেন৷
ইউরোপেও প্রতিক্রিয়া দেখা গেছে৷ সুইজারল্যান্ডের দ্বিতীয় বড় ব্যাংক ক্রেডিট সুইসের দায়িত্ব নিয়েছে দেশটির সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস৷
জার্মানির ডয়চে ব্যাংকও সমস্যা আছে৷ গত শুক্রবার এই ব্যাংকের শেয়ারমূল্য সাড়ে আট শতাংশ কমে গিয়েছিল৷
এসভিবি ব্যাংক বিক্রি হওয়ার খবর শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনছে, কারণ গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম কোনো ইতিবাচক খবর৷
তবে অস্ট্রেলিয়ার সিডনির আইজি মার্কেটস অ্যানালিস্ট টনি সিকামোর বলছেন, ‘‘সিলিকন ভ্যালি আরেক ক্রেতার কাছে যাচ্ছে, যেটা ভালো৷ কিন্তু বড় বিষয় হচ্ছে, অন্য ব্যাংকগুলোর (আঞ্চলিক) আমানতের নিশ্চয়তা দেয়া... এটা পরবর্তী ঝড়ের আগে একটু শান্ত থাকার মতো বিষয়৷''
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)