1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

বন্ধ হওয়া এসভিবি ব্যাংক কিনছে ফার্স্ট সিটিজেন্স ব্যাংক

২৭ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রের ফার্স্ট সিটিজেন্স ব্যাংক সোমবার জানিয়েছে তারা বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক এসভিবির সব ঋণ ও আমানত কিনতে একটি চুক্তিতে সম্মত হয়েছে৷

Logo I First Citizens Bancshares Inc.
ছবি: Pavlo Gonchar/SOPA Images/ZUMAPRESS/picture alliance

চুক্তি অনুযায়ী আমানতের পরিমাণ ১১৯ বিলিয়ন ডলার ও সম্পদের পরিমাণ ৭২ বিলিয়ন ডলার বলে রোববার জানিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন এফডিআইসি৷

ফলে সিলিকন ভ্যালি ব্যাংকের ১৭টি সাবেক শাখা সোমবার থেকে ‘সিলিকন ভ্যালি ব্যাংক, ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের একটি শাখা' হিসেবে খুলবে৷

২০০৮ সালের পর বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এসভিবি৷ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্টার্টআপ কোম্পানিকে টাকা ধার দিত এসভিবি৷ আমানত সংকটের কারণে ১০ মার্চ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছিল এফডিআইসি৷

চুক্তির কারণে এসভিবি ব্যাংকের আমানতকারীরা ‘স্বয়ংক্রিয়ভাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আমানতকারী' হয়ে যাবেন বলে জানিয়েছে এফডিআইসি৷

এসভিবি ব্যাংক বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনেক আমানতকারী এসভিবি ব্যাংকের মতো আকারের ব্যাংক থেকে অর্থ তুলে আরও বড় কোনো ব্যাংকে রাখছেন৷

ইউরোপেও প্রতিক্রিয়া দেখা গেছে৷ সুইজারল্যান্ডের দ্বিতীয় বড় ব্যাংক ক্রেডিট সুইসের দায়িত্ব নিয়েছে দেশটির সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস৷

জার্মানির ডয়চে ব্যাংকও সমস্যা আছে৷ গত শুক্রবার এই ব্যাংকের শেয়ারমূল্য সাড়ে আট শতাংশ কমে গিয়েছিল৷

এসভিবি ব্যাংক বিক্রি হওয়ার খবর শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনছে, কারণ গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম কোনো ইতিবাচক খবর৷

তবে অস্ট্রেলিয়ার সিডনির আইজি মার্কেটস অ্যানালিস্ট টনি সিকামোর বলছেন, ‘‘সিলিকন ভ্যালি আরেক ক্রেতার কাছে যাচ্ছে, যেটা ভালো৷ কিন্তু বড় বিষয় হচ্ছে, অন্য ব্যাংকগুলোর (আঞ্চলিক) আমানতের নিশ্চয়তা দেয়া... এটা পরবর্তী ঝড়ের আগে একটু শান্ত থাকার মতো বিষয়৷''

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ