1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধ হচ্ছে একশ’ আটষট্টি বছরের পুরনো ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’

৮ জুলাই ২০১১

১৬৮ বছরের ইতিহাসের ইতি টেনে আগামী রবিবার আনুষ্ঠানিক সমাপনী সংখ্যা প্রকাশ করবে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড৷ ফোন হ্যাকিংসহ বেশ কিছু কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর এমন সিদ্ধান্ত সাফ জানিয়ে দিলেন রুপার্ট মারডকের ছেলে জেমস৷

ছবি: picture alliance / dpa

ঘটনার শুরু বহু আগে হলেও এক মুহূর্তের কড়া সিদ্ধান্তে ইতি ঘটতে যাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম জগতের দীর্ঘ সময়ের আলোক বর্তিকা নিউজ অফ দ্য ওয়ার্ল্ড-এর৷ যুক্তরাজ্যের কিশোরী হত্যার অপরাধী থেকে শুরু করে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে নিহত সেনা সদস্যদের পরিবার এবং নানা মহলের হাজার হাজার ব্যক্তির ফোনে আড়ি পেতে যে কাণ্ড ঘটিয়েছে এই ট্যাবলয়েড পত্রিকাটি তারই কারণে এমন করুণ পরিণতি বরণ করতে হচ্ছে তাকে৷ আর দেশটির রবিবারের পত্রিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পঠিত এই ট্যাবলয়েডের ঐতিহাসিক সমাপ্তি ঘটতে যাচ্ছে ২০১১ সালের ১০ জুলাই অর্থাৎ আগামী রবিবার৷ অথচ পত্রিকাটির জনপ্রিয়তা এতোটাই তু্ঙ্গে ছিল যে, প্রতি রবিবার এটির ২৬ লাখ কপি বিক্রি হতো৷ পাঠক ছিলেন প্রায় ৭৫ লাখ৷ কিন্তু রবিবার সংখ্যাটিই হবে নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ সংখ্যা৷

মালিক প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তকে ‘পারমাণবিক বোমা'র সাথে তুলনা করেছেন পত্রিকাটির এক সংবাদকর্মী৷ যাহোক, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে মানুষ জানতে চাইলে এখন থেকে ঠিকঠাক জানা যাবে এর দীর্ঘ জীবনকাল৷ আর তা হলো ১৮৪৩ থেকে ২০১১ সাল৷ জানা গেছে, এই সংখ্যায় কোন বিজ্ঞাপন থাকবে না৷ দাতব্য ও ত্রাণ সংস্থাগুলোর জন্য উৎসর্গ করা হচ্ছে এই সংখ্যাটিকে৷ তাই নিজেদের সমাজ কল্যাণমূলক কাজের কথা বিনামূল্যের মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছে এসব প্রতিষ্ঠান৷

ছবি: dapd

নিউজ ইন্টারন্যাশনাল গোষ্ঠীর প্রধান জেমস মারডক বৃহস্পতিবার ঘোষণা দিলেন, ‘‘অন্যায় কর্মকাণ্ডের কারণে পত্রিকাটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে৷ সমাপনী সংখ্যায় কোন বিজ্ঞাপন থাকবে না এবং এই সংখ্যা থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে মহৎ কাজে৷'' বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের পর গণমাধ্যম বিশেষজ্ঞদের ধারণা, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বন্ধের পর টেলিভিশন চ্যানেল বিস্কাইবি'র দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন মিডিয়া মোঘল রুপার্ট মারডক৷ এছাড়া যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রি হওয়া দৈনিক ট্যাবলয়েড দ্য সান এর প্রতিও আরো মনোনিবেশ করা সম্ভব হবে মারডকের বলে মনে করা হচ্ছে৷

তবে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দিলেও দীর্ঘদিনের যে কেলেঙ্কারি নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে তার কিন্তু ইতি ঘটছে না৷ বরং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ঘটনার আরো গভীরে প্রবেশ কেবল শুরু বলেই মনে করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ