1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বিদ্বেষের হাতিয়ার বন্যা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৮ সেপ্টেম্বর ২০১৪

পাকিস্তানের বিধ্বংসী বন্যাকে ভারত-বিদ্বেষের হাতিয়ার করে তুলেছে দেশটির জঙ্গি গোষ্ঠীগুলি৷ প্রচার করছে যে, এই বন্যার জন্য দায়ী ভারত৷ কারণ বন্যার জলস্রোতকে পাকিস্তানের দিকে ঠেলে দিয়েছে তারা৷

Kaschmir starker Regenfall verursacht Springfluten
ছবি: REUTERS/M. Gupta

পাকিস্তানের ভয়াবহ বন্যাকে ভারত বিদ্বেষের হাতিয়ার করে তুলেছেন দক্ষিণ এশিয়ার বিপজ্জনক সন্ত্রাসী বলে যাঁকে চিহ্নিত করা হয়, হিজবুল মজাহিদুন জঙ্গি গোষ্ঠীর প্রধান সেই সৈঈদ হাফিজ৷ তাঁকে ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসী হামলার মূলচক্রী বলেও ধরা হয়৷ ঐ হামলায় মারা যায় ১৬৬ জন৷ সম্প্রতি পাকিস্তানের মুলতান শহরের বাইরে বন্যা-দুর্গতদের ত্রাণ বিতরণ করতে গিয়ে ভারতের বিরুদ্ধে সাধারণ মানুষের মন বিষিয়ে তুলতে তিনি বলেন, এই বন্যার জন্য দায়ী ভারত৷

সৈঈদ হাফিজ (ফাইল ফটো)ছবি: AP

পাকিস্তানের ক্রমবর্ধমান জনসংখ্যাকে কৃষি থেকে পানীয় জলের জন্য নির্ভর করতে হয় হিমালয় থেকে উৎসারিত নদীগুলির উপর৷ তাই জল পাকিস্তানের মানুষের কাছে এক আবেগ জড়িত ইস্যু৷ অনেক পাকিস্তানি মনে করেন, ভারত উজানে নির্মিত বাঁধগুলির জল নিয়ন্ত্রণ করে থাকে৷ স্থির করে কতটা জল পাকিস্তানের গম ও তুলো চাষের জন্য ছাড়া হবে৷ পাকিস্তানের কেউ কেউ এটাকে ‘ওয়াটার বোমা' অ্যাখ্যা দিয়ে বলে থাকে বৈরি প্রতিবেশী পাকিস্তানকে দুর্বল করে দিতেই নাকি ভারত এটা করছে৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানকে মরুভূমি বানাতে চায় ভারত৷ বন্যার সময় অতিরিক্ত জল পাকিস্তানের দিকে প্রবাহিত করে আর শুখা মরশুমে জল আটকে রাখে৷ এটা চলতে থাকলে এক নতুন জেহাদ শুরু হবে৷

এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই৷ এই ধরণের অভিযোগকে আদৌ আমল দিতে রাজি নয় নতুন দিল্লি৷ ভারতের জলসম্পদ মন্ত্রণালয় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির ‘জল সন্ত্রাসের' অভিযোগ নস্যাৎ করে দেয় এই যুক্তিতে যে, এই অভিযোগ পাকিস্তান সরকারের পক্ষ থেকে করা হয়নি৷ ‘জল সন্ত্রাস'-এর মতো শব্দবন্ধ জঙ্গি গোষ্ঠীগুলির চয়ন করা পাকিস্তান সরকারের নয়৷ এ মাসের বন্যা বিপর্য়য় উভয় কাশ্মীরকেই করে দিয়েছে লণ্ডভণ্ড৷ এর আসল কারণ মুষলধারে অবিরাম অতি বর্ষণ৷ তবে সব পাকিস্তানি ভারতকে দায়ী না করে পাকিস্তান সরকারকেই দায়ী করেছেন৷ বলেছেন পাকিস্তান সরকার সময়মত বাঁধ ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে বন্যা ও খরা মরশুমে বর্ষার জল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে৷

জল বণ্টন সমস্যা এখন এক বিশ্বজনীন ইস্যু৷ একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যা, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত এই সমস্যাকে বাড়িয়ে তুলেছে৷ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বন্যা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত৷ সম্প্রতি পাকিস্তানের হিমবাহ গলতে শুরু করেছে৷ নির্বিচারে চলেছে পাকিস্তানে অরণ্যনিধন, বৃষ্টিপাত অনিয়মিত৷ ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, বলেছেন উড্রু উইলসন ইন্টারন্যাশনাল সেন্টারের কর্তাব্যক্তি মিশায়েল কুগেলমান৷

জাতিসংঘে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত বর্তমানে হাডসন ইনস্টিটিউটের ডায়রেক্টর হুসেন হাক্কানি মনে করেন, অতিরিক্ত জল ছেড়ে ভারত পাকিস্তানে বন্যা ঘটিয়েছে জঙ্গিদের এই অভিযোগ অদ্ভুত৷ ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা ও উত্তেজনা জিইয়ে রাখার একটা ফন্দিমাত্র৷

এই অঞ্চলে প্রধান নদী তিনটি৷ সিন্ধু, গঙ্গা ও ব্রম্মপুত্র৷ সিন্ধুনদের জল বণ্টন নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধ এখনো মেটেনি৷ যদিও ১৯৬০ সালে দু'দেশের মধ্যে স্বাক্ষরিত হয় সিন্ধুনদের জল বণ্টন চুক্তি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ