1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্যশস্য আমদানি করবে বাংলাদেশ

১৭ আগস্ট ২০১৭

চলতি মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় এ পর্যন্ত ২২ জেলার ৩৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়৷ জুলাই মাস থেকে এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে৷ ৯২ জনই মারা গেছেন পানিতে ডুবে৷

Überschwemmungen in Bangladesch
ছবি: bdnews24.com

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের ২২টি জেলার ৫ লাখ ৩১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আশ্রয়কেন্দ্রগুলোতে ৩ লাখ ৬৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, জামালপুর ও বগুড়া৷

বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানি বাড়তে থাকলে মধ্য ও দক্ষিণাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ৩০টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ আগামী ৭২ ঘণ্টায় পদ্মা, যমুনা, সুরমা এবং ব্রহ্মপুত্রের পানি আরও বাড়বে বলে আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র৷

বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি সরাসরি দেখতে আগামী রোববার দিনাজপুর ও কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সরকার প্রধানের এই সফরের কথা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাঁর প্রেস সচিব ইহসানুল করিম৷

দুর্গত জেলাগুলোতে কয়েক লাখ হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন কৃষি বিশেষজ্ঞরা৷ উত্তরাঞ্চলে প্রবল বন্যায় শস্য ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণেই বাংলাদেশ সরকার ১৫ লাখ টন চাল এবং ৫ লাখ টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে৷ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বুধবার জানিয়েছেন, প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খাদ্য আমদানি করে মজুদ রাখার সিদ্ধান্ত হয়েছে, কেননা এপ্রিল থেকে অসময়ের বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ অবশ্য তিনি বলেছেন, এই আমদানির মানে এই নয় যে দেশে খাদ্য সংকট রয়েছে৷ ভিয়েতনামের সঙ্গে ২ লাখ ৫০ হাজার টন চাল আমদানির প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে৷ এ বছর বাংলাদেশে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৯০ লাখ টন৷ কিন্তু এপ্রিলে বন্যার কারণে উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ সেই ধাক্কা না কাটতেই জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় উত্তরাঞ্চলের ১৮টি জেলা প্লাবিত হয়ে ডুবে গেছে ফসলি জমি৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)

আপনি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কি? লিখুন মন্তব্যের ঘরে৷

২ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ