1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যায় নিহতদের স্মরণে বেলজিয়ামে রাষ্ট্রীয় শোক

২১ জুলাই ২০২১

বেলজিয়ামের শহর ভাভিয়াজের রাস্তায় শুনশান নীরবতা৷ বেজে উঠেছে সাইরেন৷ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে হঠাৎ বন্যায় দুইশর কাছাকাছি মানুষ মারা গিয়েছেন৷ নিহতদের স্মরণে বেলজিয়াম পালন করছে রাষ্ট্রীয় শোক৷

Belgien Hochwasser | Queen Mathilde
মঙ্গলবার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে যান বেলজিয়ামের রানী মাথিলডেছবি: Valentin Bianchi/AP Photo/picture alliance

বন্যার জলের এমন তাণ্ডব জীবিতদের মধ্যে কেউ প্রত্যক্ষ করেননি৷ পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশ আক্রান্ত হলেও হতাহত ও ক্ষতির পরিমাণ জার্মানিতে সবচেয়ে বেশি, তারপরেই রয়েছে বেলজিয়াম৷ জার্মানিতে কমপক্ষে ১৬৫ জন মানুষ মারা গিয়েছেন, বেলজিয়ামে অন্তত ৩১ জন৷ এখনো অনেকে নিখোঁজ রয়েছেন, উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে হতাহতের খোঁজ করছেন৷

বেলজিয়ামে গত কয়েকদিনে টেলিফোন ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে৷ এরপর অনেকের খোঁজ মেলায় নিখোঁজের সংখ্যা কমেছে৷ বন্যার জল নেমে যাওয়ার পর ধ্বংসযজ্ঞের আসল চেহারা বোঝা যাচ্ছে৷ বাড়িঘর ভেঙে গেছে, নানা জায়গায় একটার ওপর আরেকটা গাড়ি পড়ে আছে৷ স্থানীয় জনগণের সঙ্গে মিলে স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে হাত দিয়েছেন৷ কিন্তু সব আগের অবস্থায় ফেরানো মোটেই সহজ নয়৷

বেলজিয়ামের রাজা ফিলিপে এবং প্রধানমন্ত্রী ভেরভিয়াস পরিদর্শনে গিয়েছেন৷ এই শহরটিই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের উপস্থিতিতেই স্থানীয় সময় দুপুর বারোটা এক মিনিটে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা সাইরেন বাজান৷ এরপরই দেশজুড়ে পালন করা হয় এক মিনিটের নীরবতা৷

রাজধানী ব্রাসেলসে সব বাস-ট্রাম-মেট্রো ট্রেন এক মিনিটের জন্য থেমে থাকে৷ জাপানের টোকিওতে অবস্থান করা বেলজিয়ামের অ্যাথলিটরাও যোগ দিয়েছেন এই শোক পালনে৷ দেশটির সব সরকারি ভবনে তেরঙা পতাকা অর্ধনমিত রাখা হয়েছে৷ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দপ্তরে ইইউ-এর পতাকাও অর্ধনমিত ছিল৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ