1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যায় জনজীবন বিপর্যস্ত

১৯ মে ২০১৪

বন্যা এবং ভূমি ধসে বসনিয়া-হ্যারৎসেগোভিনার বড় একটি এলাকার জনজীবন বিপর্যস্ত৷ প্রতিবেশী দেশ সার্বিয়াতেও মানুষকে ঘর ছেড়ে আশ্রয় নিতে হচ্ছে জরুরি আশ্রয় কেন্দ্রে৷ এ পর্যন্ত মারা গেছে অন্তত ৩৬ জন৷ গৃহহারা কয়েক হাজার৷

Flut und Überschwemmung Serbien 17.05.2014
ছবি: Reuters/Marko Djurica

ভয়াবহ বন্যা শুরু হয়েছে বসনিয়া-হ্যারৎসেগোভিনায়৷ সরকার ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে৷ চলছে ত্রাণ তৎপরতা৷ তবে ক্ষতির ব্যাপকতার সঙ্গে তালো মেলানো এখনো সম্ভব হয়ে ওঠেনি৷ অনেক এলাকায় সাধারণ মানুষই দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন৷ নিজের ঘরেও আশ্রয় দিচ্ছেন কয়েক ঘণ্টার মধ্যে নিঃস্ব হয়ে যাওয়া প্রতিবেশীদের৷

গ্রাসানিকা শহরের বাসিন্দা মুস্তাফা পাসালিচ কাঁদতে কাঁদতে দেখাচ্ছিলেন ভূমি ধসের কবলে পড়া নিজের বাড়িটি, বলছিলেন, ‘‘ওই যে, ওটা আমার বাড়ি৷ এখানে আমি ৭০ বছরেরও বেশি সময় ধরে বাস করছি৷'' এক প্রতিবেশী তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে, খাবার-দাবার দিয়েছে – এ কথা জানাতে গিয়ে ঘরে রেখে আসা অতি প্রিয় বইগুলোর জন্যও কাঁদলেন মুস্তাফা, ‘‘আমি বিশ্বের সেরা মানুষগুলোকে প্রতিবেশী হিসেবে পেয়েছি৷ আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হইনি৷ সবচেয়ে বেশি কষ্ট লাগছে বইগুলোর জন্য, আমার বইগুলোও গেল!''

হাসা হুসেইনোভিচের পুরো বাড়িটাই কেড়ে নিয়েছে ভূমি ধস৷ বসনিয়া-হ্যারৎসেগোভিনার রাজধানী সারায়েভোর কাছের স্ভ্রাকে এলাকার বাসিন্দা তিনি৷ তাঁর বাড়ি যে ধসে পড়ছে তা প্রথমে টেরই পাননি ৫৩ বছর বয়সি হাসা৷ ছেলের চিৎকার শুনে দেয়ালের দিকে তাকিয়ে দেখলেন পলেস্তারা ফুলে-ফেঁপে উঠছে৷ একটু পরেই দেয়াল ফুঁড়ে গলগলিয়ে পানি ঢোকা শুরু৷ পরিবারের সবাই ছুটে বেরিয়ে এলো ঘর থেকে৷ কয়েক গজ দূরে যেতেই বিকট শব্দ৷ হাসা হুসেইনোভিচ পেছন ফিরে দেখেন, তাঁর মাথা গোঁজার ঠাঁই হুড়মুড় করে ভেঙে পড়ছে৷

এভাবে অনেকেই হয়েছেন গৃহহারা৷ অনেকে ভেসে গেছেন বন্যায়৷ বসনিয়া-হ্যারৎসেগোভিনার পূর্বাঞ্চলীয় শহর দবোজেই কমপক্ষে ১৯ জনের সলিল সমাধি হয়েছে৷

ওদিকে গত পাঁচ দিনের বন্যায় সার্বিয়াতেও কমপক্ষে ১৭ জন মারা গেছেন৷ সে দেশের প্রধান বিদ্যুৎ কেন্দ্রের অস্তিত্বও এখন হুমকির মুখে৷

এসিবি/জেডএইচ (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ