1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা ও ভূমিধসের কবলে ইন্দোনেশিয়া

২৯ নভেম্বর ২০১৭

ইন্দোনেশিয়ার জাভায় বন্যা ও ভূমিধসের কবলে মারা গেছে অন্তত ১৯ জন৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা৷ ওদিকে মাউন্ট আগুং-এ বিস্ফোরণের পর সাময়িকভাবে খুলে দেয়া হয়েছে দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র বালির বিমানবন্দর৷

Indonesien Vulkan Agung
ছবি: picture-alliance/AP Photo/F. Lisnawati

বুধবার পূর্ব ও মধ্য জাভায় ভূমিধসে মারা যায় অন্তত ১৫ জন৷ আর ঘুর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চারজন৷ উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তল্লাশী চালাচ্ছেন এখনো৷ জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো এক বিবৃতিতে বলেন, হাজার হাজার ঘরবাড়ি, চাষাবাদের জমি বন্যায় তলিয়ে গেছে৷ চার হাজারের বেশি লোককে তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে৷ জাভার অন্য একটি স্থান সুমেডাং-এ ভারী বর্ষণের কারণে ভূমিধসের সৃষ্টি হয়েছে৷ জাতীয় দুর্যোগ সংস্থার পক্ষ থেকে জাভা ও বালি দ্বীপে বন্যা, ভূমিধস ও টর্নেডোর আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে৷

অন্যদিকে, সাময়িকভাবে খুলে দেয়া হয়েছে ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বালি দ্বীপের বিমানবন্দর৷ গত রবিবার মাউন্ট আগুং-এ বিস্ফোরণের পর বাতাসে হাজার হাজার মিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়েছিল বিমানবন্দরটি৷

এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র আরি আহসানুরহিম জানান, আগ্নেয়গিরির ছাই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হওয়ায় প্লেন উঠা-নামার উপযোগী পরিবেশ তৈরি হয়েছে৷ তবে পরিস্থিতির অবনতি হলে যে কোনো মূহূর্তে আবারো বন্ধ করে দেয়া হতে পারে বিমান চলাচল৷ তাঁর কথায়, ‘‘পুরো পরিস্থিতি আমরা খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি৷'' সোমবার থেকে বালির এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়৷ বাতিল করা হয় অন্তত ৪৪০টি ফ্লাইট, আটকা পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক৷ এর আগে, রবিবার সন্ধ্যায় পূর্বের আরেক দ্বীপ লম্বোকের বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছিল৷ বর্তমানে চালু রয়েছে এ বিমানবন্দরের কার্যক্রমও৷

তবে এখনো বালি দ্বীপে জারি রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা৷ নিরাপত্তার স্বার্থে বিপদজনক এলাকা হিসেবে চিহ্নিত অংশে কাউকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার সরকার৷ যে কোনো মুহূর্তে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশংকা জানিয়েছে ইন্দোনেশিয়ার ভলকানোলজি এজেন্সি৷

আরএন/ডিজি (এপিই, ডিপিএই, এএফপিই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ