বন্যায় জার্মানিতে ভয়ংকর ক্ষতি হয়েছে। এখন উদ্ধারকাজে ও বন্যার পর ধ্বংসস্তূপ সরাতে সেনা নামাতে হয়েছে।
বিজ্ঞাপন
জার্মানিতে দেশের ভিতরে সেনা মোতায়েনের ক্ষেত্রে সাংবিধানিক নানা বিধিনিষেধ আছে। কিন্তু জার্মানির দুইটি রাজ্য রাইনল্যান্ড প্যালাটিনেট এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার এমন তাণ্ডব জার্মানিতে আগে কখনো দেখা যায়নি। এই দুই রাজ্যেই সেনা নেমেছে, সেই সঙ্গে পাঠানো হয়েছে ভারী সামরিক যন্ত্রপাতি, যা দিয়ে বন্যা বিধ্বস্ত জায়গাগুলি থেকে ধ্বসস্তূপ সরানো হবে।
গত কয়েকদিনে এক হাজার সেনা এবং দুইশটি সামরিক যান ওখানে পাঠানো হয়েছে। বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে ৫৫০ জন, রাইনল্যান্ড-প্যালাটিনেটে তিনশ জন এবং বাভারিয়াতে ১০০ জন সেনা পাঠানো হয়েছে। চারটি রিকভারি ট্যাঙ্ক, দুইটি ইঞ্জিনিয়ারিং ট্যাঙ্ক, পাঁচটি ট্যাঙ্ক ট্রাক, তিনটি ব্রিজ তৈরির ট্যাঙ্ক, নয়টি সব জায়গায় যেতে পারে এমন অ্যাম্বুলেন্স এবং ১৪টি সেনা নিয়ে যাওয়ার যান পাঠানো হয়েছে। সেই সঙ্গে আছে দুইটি হেলিকপ্টার, আটটি অগ্নিনির্বাপক ট্রাক, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, রাস্তা সারাবার উপকরণ এবং ফিল্ড কিচেন।
জার্মানিতে ভারী বর্ষণ, বন্যা: ব্যাপক ক্ষয়ক্ষতি
জার্মানিতে বুধবার ভারী বর্ষণ হয়েছে৷ এতে রাইনল্যান্ড প্যালেটিনেট ও নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷
ছবি: Roberto Pfeil/dpa/picture alliance
দিনভর বৃষ্টি
জার্মানির রাইনল্যান্ড প্যালেটিনেট ও নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে বুধবার ভারী বর্ষণ হয়েছে৷ শুল্ড শহরে (ছবি) পানির তোড়ে কয়েকটি বাড়ি ভেঙে গেছে৷
ছবি: Christoph Reichwein/TNN/dpa/picture alliance
প্রাণহানি
রয়টার্স বলছে নিহতের সংখ্যা ৩৩৷ এসোসিয়েটেড প্রেস, এপি ২০ জনের বেশি মৃত্যুর খবর দিয়েছে৷ আর জার্মানির বার্তা সংস্থা ডিপিএ বলছে, নিহতের সংখ্যা অন্তত ২০৷ ছবিতে পানিতে নিমজ্জিত আল্টেনবুর্গ শহর দেখা যাচ্ছে৷
ছবি: Polizei/picture alliance/dpa
রাস্তায় পানি, ভূমিধস
সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাস্তায় গাড়ি ভাসছে, কিছু এলাকায় বাড়িঘরের একটা অংশ ভেঙে গেছে৷ কিছু এলাকায় রাস্তায় পানি উঠে যাওয়ায় এবং ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়া সম্ভব হচ্ছে না৷
ছবি: David Young/dpa/picture alliance
বিদ্যুৎ নেই
জার্মানির সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী গ্রিড কোম্পানি ভেস্টনেৎসের একজন মুখপাত্র জানিয়েছেন. পশ্চিম জার্মানিতে বন্যার কারণে প্রায় দুই লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
ছবি: Wolfgang Rattay/REUTERS
রেল চলাচলে বিঘ্ন
ভারী বর্ষণের কারণে নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের অনেক এলাকায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল৷ হাইওয়েতেও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটেছে৷ রাইন নদীর কিছু অংশে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল৷
ছবি: Harald Tittel/dpa/picture alliance
উদ্ধারকাজে সেনাবাহিনী
নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে প্রায় ২০০ ও রাইনল্যান্ড প্যালেটিনেট প্রায় ৭০ জন সেনা সদস্য ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজে যোগ দিয়েছে৷
ছবি: Roberto Pfeil/dpa/picture alliance
আরো বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে৷ তবে তা বুধবারের মতো বিধ্বংসী হবেনা বলেও আশস্ত করা হয়েছে৷
ছবি: Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance
‘নজিরবিহীন দুর্যোগ’
রাইনল্যান্ড প্যালেটিনেট রাজ্যের মুখ্যমন্ত্রী মালু ড্রেয়ার বৃহস্পতিবার রাজ্য সংসদে বলেন, সাম্প্রতিক সময়ে রাজ্যে বেশ কয়েকবার বন্যা হয়েছে৷ ‘‘তবে এমন দুর্যোগ দেখিনি, এটা আসলেই বিধ্বংসী৷’’ এর আগে বন্যাকবলিতদের কথা স্মরণ করে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়৷
ছবি: Roberto Pfeil/dpa/picture alliance
8 ছবি1 | 8
সাংবিধানিক রক্ষাকবচ
দেশের সংবিধানে জার্মান সেনার কার্যকলাপ কী হবে, তা বলা আছে। সীমান্ত ছাড়া দেশের ভিতরে সেনা নামাতে হলে অসামরিক প্রশাসনকে আগে অনুরোধ করতে হবে। সেই অনুরোধ তারা করতে পারবেন মানুষের সুরক্ষার জন্য বা ভয়ংকর বিপদের হাত থেকে রক্ষা পেতে।
সেনা দেশের ভিতর কী করতে পারবে বা পারবে না, সেটাও বলে দেয়া আছে। কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে সেনা কখনোই নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না। এমনকী তারা পুলিশকেও সহায়তা করতে পারবে না। যদি সোশ্যাল অর্ডারের ক্ষেত্রে ভয়ংকর বিপদের সম্ভাবনা থাকে, তা হলেই তারা সাহায্য করতে পারবে। এই সব বিধিনিযেধ এখন জার্মানির রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে।
বন্যা: জার্মানিতে মৃত বহু, উদ্ধারে সেনা, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডসও আক্রান্ত
ভয়াবহ বন্যা জার্মানি সহ ইউরোপের দেশগুলিতে। জার্মানিতে অন্তত ৮১ জন মারা গেছেন। জার্মানিতে ছয়টি বাড়ি ভাঙল। ২০টি ভাঙার মুখে। বন্যায় আক্রান্ত বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডসও।
ছবি: Boris Roessler/dpa/picture alliance
বন্যার তাণ্ডব
জার্মানিতে বন্যার তাণ্ডবে অনেকে মারা গেছেন। রাস্তা ভেঙে গেছে। বাড়ি ধসে পড়েছে। নর্থ রাইন ওয়েস্টফালিয়া সহ দুইটি রাজ্য বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
ছবি: Francoise Peiffer/BELGA/dpa/picture alliance
জার্মানিতে মৃত অন্তত ৮১ জন
জার্মানিতে স্থানীয় সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা অন্ততপক্ষে ৮১ জন। এক হাজার ৩০০ মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে প্রশাসনের বক্তব্য, ফোনের সিগন্যাল নেই বলে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
ছবি: Wolfgang Rattay/REUTERS
বাঁধ ছাপিয়ে জল
রুর নদীর উপর ২৫৩ ফুট উঁচু বাঁধ ছাপিয়ে জল ঢুকছে নদীতে। ফলে রুর নদী বিস্তীর্ণ এলাকা ভাসাতে পারে। বাঁধের আশপাশের গ্রামগুলি খালি করে দেয়া হয়েছে। এছাড়াও আরো একটি বাঁধের জল উপচে পড়েছে নদীতে। ফলে বন্যার তাণ্ডব আরো বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।
ছবি: Valentin Bianchi/AP/dpa/picture alliance
ভাঙা রাস্তায় নদীর জল
বন্যায় রাস্তা ভেঙে গেছে। ভাঙা রাস্তায় নদীর জল।
ছবি: B&S/dpa/picture alliance
শুধু ধ্বংসের ছবি
বন্যার জলে ভেঙে গেছে বাড়ি, চারপাশে শুধু ধ্বংসের ছবি।
ছবি: Boris Roessler/dpa/picture alliance
উদ্ধারে সেনা
বন্যাক্রান্ত এলাকায় উদ্ধারের জন্য সেনা নেমেছে।
ছবি: Ina Fassbender/AFP
ম্যার্কেল-বাইডেনের শোকবার্তা
জার্মানির চ্যান্সেলার ম্যার্কেল এখন অ্যামেরিকা সফরে। হোয়াইট হাউসে আলোচনার পর তারা সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তারা শোক প্রকাশ করেন। ম্যার্কেল বলেন, ''ছোট নদীগুলি ভয়ংকর হয়ে উঠেছে। আজকের দিনটা ভয়, হতাশা, কষ্টের দিন।'' বাইডেন শোকপ্রকাশ করে বলেন, ''আমাদের হৃদয় স্বজন হারানো মানুষের পাশে রয়েছে।''
ছবি: Susan Walsh/AP/picture alliance
লুক্সেমবুর্গের অবস্থা
লুক্সেমবুর্গের অবস্থা ভয়াবহ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি আর বাসযোগ্য নেই।
ছবি: Philippe Bourguet/bePress Photo Agency/bppa/abaca/picture alliance
বেলজিয়ামে শহরের রাস্তায় জলস্রোত
বেলজিয়ামের ছবি। শহরের রাস্তাই নদীতে পরিণত হয়েছে। দশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
ছবি: Valentin Bianchi/AP/picture alliance
বেলজিয়ামেও মৃত বহু
বেলজিয়ামেও বন্যার ফলে অনেকে মারা গেছেন। চকিতে বন্যা এসেছে বলে মানুষ অপ্রস্তুত ছিলেন। তিনজন বয়স্ক মানুষকে নিয়ে যখন একটি নৌকা আসছিল, তখন তা ডুবে যায়। তার ফলে তিনজনের মৃত্যু হয়েছে।
ছবি: Valentin Bianchi/AP/picture alliance
ফ্রন্স, নেদারল্যান্ডসেও বন্যা
বন্যার কবল থেকে রক্ষা পায়নি ফ্রান্স, নেদারল্যান্ডসও। তবে তাদের তাদের অবস্থা জার্মানির মতো অতটা খারাপ নয়। উপরের ছবিটি জার্মানির।
ছবি: Anthony Dehez/BELGA/dpa/picture alliance
11 ছবি1 | 11
সেনা এখন বন্যাক্রান্ত এলাকায় ২৩টি অপারেশন চালাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন তাদের অনুরোধ করেছিল। সেনা মুখপাত্র জানিয়েছেন, আরো প্রায় ১২টি অনুরোধ সেনা কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে। বাভারিয়া ও স্যাক্সনি থেকে আরো এই ধরনের অনুরোধ আসতে পারে। কারণ, সেখানেও বন্যা হয়েছে।