1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা: জার্মানিতে মৃতের সংখ্যা বাড়ছে

১৭ জুলাই ২০২১

গত বৃহস্পতিবারের ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০ ছাড়িয়েছে৷ এখনও নিখোঁজ অনেকে৷

Deutschland | Überschwemmungen in Ahrweiler
ছবি: Abdulhamid Hosbas/AA/picture alliance

আক্রান্ত অঞ্চলগুলোতে উদ্ধার কাজে সহযোগিতায় ৮৫০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে৷ উদ্ধার তৎপরতা বৃদ্ধির সঙ্গে পাওয়া যাচ্ছে হতাহতের তথ্যও৷ এখন পর্যন্ত ১৩৩ জন মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷  এর মধ্যে ৯০ জনই কোলনের নিকটবর্তী জেলা আরভাইলারের বাসিন্দা৷ এখন পর্যন্ত ৬১৮ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ৷

এদিকে শুক্রবার  নেদারল্যান্ডসের সীমান্তবর্তী শহর ভাসেনবের্গে  রুর  নদীর একটি বাঁধ ভেঙ্গে গেছে৷ কর্তৃপক্ষ ৭০০ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে৷ এখনও বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে৷

জার্মানির বন্যা ও জলবায়ুর কান্না

05:10

This browser does not support the video element.

বৃহস্পতিবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইফেল অঞ্চল৷ সেখানে ধ্বংস হয়ে গেছে বসতি, ভেসে গেছে বহু বাড়িঘর৷ কয়েক হাজার জরুরি কর্মী অঞ্চলটিতে এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷ তবে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মোবাইল ফোন সেবা বিঘ্নিত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে৷

জার্মানির ও নেদারল্যান্ডসের পাশাপাশি বন্যা আঘাত হেনেছে প্রতিবেশী বেলজিয়াম। ইউরোপে মোট মৃত্যু ১৫০ ছাড়িয়েছে৷

এফএস/আরআর (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ