গত বৃহস্পতিবারের ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০ ছাড়িয়েছে৷ এখনও নিখোঁজ অনেকে৷
বিজ্ঞাপন
আক্রান্ত অঞ্চলগুলোতে উদ্ধার কাজে সহযোগিতায় ৮৫০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে৷ উদ্ধার তৎপরতা বৃদ্ধির সঙ্গে পাওয়া যাচ্ছে হতাহতের তথ্যও৷ এখন পর্যন্ত ১৩৩ জন মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷ এর মধ্যে ৯০ জনই কোলনের নিকটবর্তী জেলা আরভাইলারের বাসিন্দা৷ এখন পর্যন্ত ৬১৮ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ৷
এদিকে শুক্রবার নেদারল্যান্ডসের সীমান্তবর্তী শহর ভাসেনবের্গে রুর নদীর একটি বাঁধ ভেঙ্গে গেছে৷ কর্তৃপক্ষ ৭০০ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে৷ এখনও বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে৷
জার্মানির বন্যা ও জলবায়ুর কান্না
05:10
বৃহস্পতিবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইফেল অঞ্চল৷ সেখানে ধ্বংস হয়ে গেছে বসতি, ভেসে গেছে বহু বাড়িঘর৷ কয়েক হাজার জরুরি কর্মী অঞ্চলটিতে এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷ তবে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মোবাইল ফোন সেবা বিঘ্নিত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে৷
জার্মানির ও নেদারল্যান্ডসের পাশাপাশি বন্যা আঘাত হেনেছে প্রতিবেশী বেলজিয়াম। ইউরোপে মোট মৃত্যু ১৫০ ছাড়িয়েছে৷
এফএস/আরআর (ডিপিএ, রয়টার্স, এএফপি)
জার্মানিতে ভারী বর্ষণ, বন্যা: ব্যাপক ক্ষয়ক্ষতি
জার্মানিতে বুধবার ভারী বর্ষণ হয়েছে৷ এতে রাইনল্যান্ড প্যালেটিনেট ও নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷
ছবি: Roberto Pfeil/dpa/picture alliance
দিনভর বৃষ্টি
জার্মানির রাইনল্যান্ড প্যালেটিনেট ও নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে বুধবার ভারী বর্ষণ হয়েছে৷ শুল্ড শহরে (ছবি) পানির তোড়ে কয়েকটি বাড়ি ভেঙে গেছে৷
ছবি: Christoph Reichwein/TNN/dpa/picture alliance
প্রাণহানি
রয়টার্স বলছে নিহতের সংখ্যা ৩৩৷ এসোসিয়েটেড প্রেস, এপি ২০ জনের বেশি মৃত্যুর খবর দিয়েছে৷ আর জার্মানির বার্তা সংস্থা ডিপিএ বলছে, নিহতের সংখ্যা অন্তত ২০৷ ছবিতে পানিতে নিমজ্জিত আল্টেনবুর্গ শহর দেখা যাচ্ছে৷
ছবি: Polizei/picture alliance/dpa
রাস্তায় পানি, ভূমিধস
সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাস্তায় গাড়ি ভাসছে, কিছু এলাকায় বাড়িঘরের একটা অংশ ভেঙে গেছে৷ কিছু এলাকায় রাস্তায় পানি উঠে যাওয়ায় এবং ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়া সম্ভব হচ্ছে না৷
ছবি: David Young/dpa/picture alliance
বিদ্যুৎ নেই
জার্মানির সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী গ্রিড কোম্পানি ভেস্টনেৎসের একজন মুখপাত্র জানিয়েছেন. পশ্চিম জার্মানিতে বন্যার কারণে প্রায় দুই লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
ছবি: Wolfgang Rattay/REUTERS
রেল চলাচলে বিঘ্ন
ভারী বর্ষণের কারণে নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের অনেক এলাকায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল৷ হাইওয়েতেও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটেছে৷ রাইন নদীর কিছু অংশে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল৷
ছবি: Harald Tittel/dpa/picture alliance
উদ্ধারকাজে সেনাবাহিনী
নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে প্রায় ২০০ ও রাইনল্যান্ড প্যালেটিনেট প্রায় ৭০ জন সেনা সদস্য ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজে যোগ দিয়েছে৷
ছবি: Roberto Pfeil/dpa/picture alliance
আরো বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে৷ তবে তা বুধবারের মতো বিধ্বংসী হবেনা বলেও আশস্ত করা হয়েছে৷
ছবি: Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance
‘নজিরবিহীন দুর্যোগ’
রাইনল্যান্ড প্যালেটিনেট রাজ্যের মুখ্যমন্ত্রী মালু ড্রেয়ার বৃহস্পতিবার রাজ্য সংসদে বলেন, সাম্প্রতিক সময়ে রাজ্যে বেশ কয়েকবার বন্যা হয়েছে৷ ‘‘তবে এমন দুর্যোগ দেখিনি, এটা আসলেই বিধ্বংসী৷’’ এর আগে বন্যাকবলিতদের কথা স্মরণ করে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়৷