1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা দুর্গত অঞ্চলে আঙ্গেলা ম্যার্কেল

১৮ জুলাই ২০২১

গত সপ্তাহের বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে৷ রোববার প্রথমবারের মতো বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

বন্যায় ক্ষতিগ্রস্ত শুল্ড ঘুরে দেখেন ম্যার্কেলছবি: Christof Stache/dpa/AFP/picture alliance

বৃহস্পতিবারের আকষ্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে জার্মানির পশ্চিমাঞ্চলের বেশ কিছু শহর৷ উদ্ধার তৎপরতা যত বাড়ছে তত বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ এখন পর্যন্ত ১৫৬ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷ এখনও নিখোঁজ অনেকে৷

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের আরভাইলার৷ স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই জেলাতেই মারা গেছেন ১১০ জন, আহত ৬৭০৷ রোববার সেখানকার ছোট শহর শুল্ড-এ পৌঁছান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সঙ্গে ছিলেন রাইনল্যান্ড-প্যালাটিনেট এর মুখ্যমন্ত্রী মালু ড্রেয়ার এবং শুল্ডের মেয়র হেলমুট লুসি৷ তাদের সঙ্গে নিয়ে ম্যার্কেল বিধ্বস্ত শহর ঘুরে দেখেন৷

এসময় তিনি বলেন বন্যাদুর্গত এলাকা পুনর্গঠনে রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার৷ পরিদশর্ন অঞ্চলে উদ্ধার তৎপরতার প্রশংসা করেন মার্কেল৷ তবে খুব দ্রুত সেখানকার সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷

জার্মানির বন্যা ও জলবায়ুর কান্না

05:10

This browser does not support the video element.

মার্কেল বলেন, তিনি মাঠপর্যায়ে বাস্তব চিত্র পাওয়ার জন্যই এই পরিদর্শনে এসেছেন৷ তিনি বলেন, ‘‘জার্মান ভাষায় এমন কোনো শব্দ নেই যা দিয়ে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের বর্ণনা দেয়া যায়৷’’

বন্যা যখন আঘাত হানে ম্যার্কেল চ্যান্সেলর হিসেবে তখন তার মেয়াদের শেষ রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন ৷ সেখান থেকেই শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন৷ দেশে ফিরে বন্যাক্রান্ত অঞ্চলে এটিই তার প্রথম পরিদর্শন৷

তবে ম্যার্কেলের আগমনকে স্থানীয়রা সবাই ইতিবাচকভাবে দেখছেন না৷ শুল্ড থেকে ডয়চে ভেলের প্রতিনিধি গিউলিয়া সান্ডেলি জানিয়েছেন, ‘‘আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের কেউ কেউ বলেছেন কাজের পরিদর্শনের চেয়েও এটি বেশি (ম্যার্কেলের) নির্বাচনী প্রচারের ছবির সুযোগ৷’’ অবশ্য আগামী সেপ্টেম্বরের নির্বাচনে ম্যার্কেল নিজে চ্যান্সেলর পদে লড়াই করছেন না৷

এদিকে বন্যাক্রান্ত জেলাগুলোতে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন৷ কোলনের পশ্চিমে এর্ফস্টাড্টে এখনও ৫৯ জন নিখোঁজ রয়েছেন৷ তবে স্থানীয় টেলিফোন নেটওয়ার্ক ভেঙ্গে যাওয়ায় কেউ কেউ তাদের অবস্থান জানাতে পারছেন না বলেও ধারণা করছে কর্তৃপক্ষ৷

জার্মানির পাশাপাশি বন্যায় বেলজিয়ামের কিছু অঞ্চলেও ব্যাপক ক্ষতি হয়েছে৷ দেশটিতে মারা গেছেন ২৭ জন, অনেকে এখনও নিখোঁজ রয়েছেন৷

এফএস/এডিকে (ডিপিএ, এএফপি)

শুক্রবারের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ