প্রাকৃতিক বিপর্যয়, ধর্মঘট, সন্ত্রাসী হামলার আশঙ্কা – ফ্রান্সে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার প্রাক্কালে একাধিক বিপদের কালো ছায়া কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷
বিজ্ঞাপন
আগামী শুক্রবার ফ্রান্সে শুরু হচ্ছে উয়েফা ইউরো ২০১৬ ফুটবল প্রতিযোগিতার আসর৷ প্রায় এক মাস ধরে দেশ-বিদেশের ফুটবল অনুরাগী ও সংবাদ মাধ্যম কর্মীদের নজর থাকবে ফ্রান্সের উপর৷ অসংখ্য মানুষ ফ্রান্সে এসে ফুটবলের স্বাদ নেবেন৷ অথচ তার ঠিক আগে সমস্যায় জর্জরিত এই দেশ৷
চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউরোপের অনেক অংশের মানুষ৷ প্রবল ঝড়বৃষ্টি, আচমকা বন্যা, ধস জনপদ ছারখার করে দিচ্ছে৷ ফ্রান্সের কিছু অংশও আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার৷
বিভিন্ন সূত্র থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কার অশনি সংকেত পাওয়া যাচ্ছে৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ এমন বিপদের আশঙ্কার কথা স্বীকার করেছেন৷
পুলিশ ১৫টি এমন হামলা বানচাল করেছে বলে দাবি করা হচ্ছে৷ নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
জার্মান গোয়েন্দা সংস্থা তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর হামলার ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে বলে সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে৷
ইউরো ২০১৬ শুরু হবার আগে শ্রমিক সংগঠনগুলি যাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়, সেই লক্ষ্যে শেষ মুহূর্তে জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে৷
‘আমিই প্যারিস’
কোটি কোটি মানুষ সহমর্মিতা প্রকাশ করছে প্যারিসের প্রতি৷ শিল্পীরা আঁকছেন ছবি৷ যে শহরে প্রতি বছর কোটি মানুষ যায় মুগ্ধ হতে, সেই শহরের বুকে ১২৯টি নিরীহ প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসীরা৷ দেখুন প্যারিসের দুঃখে কাতর শিল্পীদের ছবি৷
ছবি: Twitter/@Zeli50/Chaunu
প্যারিসের জন্য শান্তি কামনা
বৃত্তের মধ্যে আইফেল টাওয়ারের এই ছবিটি এঁকেছেন শিল্পী জঁ জুলিয়েন৷ ছবির শিরোনাম, ‘পিস ফর প্যারিস’৷ প্যারিসের আক্রান্ত হওয়ার খবর জানার পরই আঁকা এই ছবিটি #PeaceForParis নামে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷ অনেকেই উল্কি এঁকে শরীরে রাখছেন #PeaceForParis, কেউ কেউ আবার পড়ছেন #PeaceForParis সম্বলিত টি-শার্ট৷
ফ্রান্সের কেরিক্যাচার শিল্পী #Baudry-ও তাঁর প্রিয় শহরে শত মানুষের আর্তনাদ দেখে ব্যথিত৷ তাঁর তুলিতে প্যারিস তাই রক্তে আবৃত৷ রক্তাক্ত প্যারিসের মাঝখান দিয়ে ক্ষীণ রেখা হয়ে বয়ে চলেছে সেন নদী৷ এ নদী অনমনীয়তার প্রতীক৷ শিল্পী যেন বোঝাতে চেয়েছেন সন্ত্রাসীরা বর্বরোচিত হামলায় যত রক্তই ঝরাক প্যারিসের জীবন নদীর মতো বয়ে যাবেই৷
ছবি: Twitter/@cyrilrtour/@hervebaudry
রক্তাক্ত পতাকা
#JeSuisParis নাম দিয়ে রক্তাক্ত পতাকার এই ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আরেক ক্যারিকেচার শিল্পী কার্লোস লাটুফ৷ এটিও ভীষণ সাড়া জাগিয়েছে৷
ছবি: Twitter/@ClaudeGaignard/@LatuffCartoons
দৈত্যের কবলে...
আলাদীনের চেরাগের সেই দৈত্যও উঠে এসেছে শিল্পীর আঁকা ছবিতে৷ প্যারিসের আর কিছু না হোক আইফেল টাওয়ারটা তো সবাই চেনে৷ প্যারিসের প্রতীকই আইফেল টাওয়ার৷ গল্পের দৈত্যকে প্রদীপ ঘষে ডেকে আনলে সে তার মনিবের আদেশ পালন করতো৷ ছবিতে শিল্পী #MarianKamensky অশুভ শক্তি হিসেবে আইএস-কেই বানিয়েছেন দৈত্য৷ সেই দৈত্য গলা টিপে ধরেছে আইফেল টাওয়ারের৷
ছবি: Twitter/@DonzelliX/@MarianKamensky1
শোকে নুয়ে পড়া আইফেল টাওয়ার
শিল্পী চাউনু-র আঁকা এই ছবিতে সকল প্যারিসবাসীর সঙ্গে একাত্ম হয়ে আইফেল টাওয়ারও নুয়ে পড়েছে শোকে৷ নুয়ে এক প্যারিসবাসীকে জড়িয়ে ধরে সমবেদনা জানাচ্ছে৷ নারীর মাথায় জ্যাকোবিন টুপি৷ ফরাসি বিপ্লবের স্মৃতি স্মরণ করিয়ে ফরাসিদের উদ্বুদ্ধ করে এই টুপি৷