1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১৬

৭ জুন ২০১৬

প্রাকৃতিক বিপর্যয়, ধর্মঘট, সন্ত্রাসী হামলার আশঙ্কা – ফ্রান্সে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার প্রাক্কালে একাধিক বিপদের কালো ছায়া কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

ফ্রান্সে নিরাপত্তা আরও কড়াকড়ি হচ্ছে
ছবি: picture-alliance/AP Photo/K.Zihnioglu

আগামী শুক্রবার ফ্রান্সে শুরু হচ্ছে উয়েফা ইউরো ২০১৬ ফুটবল প্রতিযোগিতার আসর৷ প্রায় এক মাস ধরে দেশ-বিদেশের ফুটবল অনুরাগী ও সংবাদ মাধ্যম কর্মীদের নজর থাকবে ফ্রান্সের উপর৷ অসংখ্য মানুষ ফ্রান্সে এসে ফুটবলের স্বাদ নেবেন৷ অথচ তার ঠিক আগে সমস্যায় জর্জরিত এই দেশ৷

চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউরোপের অনেক অংশের মানুষ৷ প্রবল ঝড়বৃষ্টি, আচমকা বন্যা, ধস জনপদ ছারখার করে দিচ্ছে৷ ফ্রান্সের কিছু অংশও আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার৷

তার উপর বেশ কিছুদিন ধরে চলে আসছে একের পর এক ধর্মঘট৷ একটি মিটে গেলেই অন্যটি শুরু হয়ে যায়৷ তার উপর দেখা দিয়েছে ইউরো ২০১৬ চলাকালীন সন্ত্রাসী হামলার আশঙ্কা৷ প্যারিস হামলার পর ফ্রান্সের মানুষের কাছে এই আশঙ্কা আর অমূলক নয়

বিভিন্ন সূত্র থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কার অশনি সংকেত পাওয়া যাচ্ছে৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ এমন বিপদের আশঙ্কার কথা স্বীকার করেছেন৷

পুলিশ ১৫টি এমন হামলা বানচাল করেছে বলে দাবি করা হচ্ছে৷ নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

জার্মান গোয়েন্দা সংস্থা তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর হামলার ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে বলে সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে৷

ইউরো ২০১৬ শুরু হবার আগে শ্রমিক সংগঠনগুলি যাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়, সেই লক্ষ্যে শেষ মুহূর্তে জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ