1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঁধের ওপর আশ্রয় নিয়েছে মানুষ, পশু

১৩ জুলাই ২০১৭

বাংলাদেশের ১৩টি জেলার সাড়ে ছয় লাখ মানুষ এখন বন্যাদুর্গত৷ এদিকে নতুন করে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণের আরো পাঁচটি জেলা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বৃষ্টি আর উজান থেকে আসা পানির ঢলের কারণেই নাকি এই পরিস্থিতি৷

বন্যাকবলিত বাংলাদেশ
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany

বন্যাদুর্গত বগুড়ার সাংবাদিক নাজমুল হুদা নাসিম ডয়চে ভেলেকে জানান, ‘‘বগুড়ার তিনটি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং ঘোঘট উপজেলার পাঁচ হাজারেরও বেশি মানুষ বন্যার কারণে বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন৷ তাঁদের মধ্যে তিন হাজার বন্যাদুর্গত বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন৷ গত কয়েকদিনে ত্রাণ বলতে পরিবার প্রতি ২০ কেজি চাল দেয়া হয়েছে৷ আর কোনো সহায়তা পাননি তাঁরা৷ তাই তাঁরা এখনও ত্রাণের জন্য অপেক্ষা করছেন৷''

তিনি আরো জানান, ‘‘বন্যানিয়ন্ত্রণ বাধে মানুষ এবং গবাদি পশু এক সঙ্গে আশ্রয় নিয়েছে৷ গবাদিপশুর খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে৷ এখনো রোগ বালাই ছড়িয়ে পড়েনি৷ তবে কয়েকদিন এই পরিস্থিতি থাকলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়বে৷''

‘গত কয়েকদিনে ত্রাণ বলতে পরিবার প্রতি ২০ কেজি চাল দেয়া হয়েছে’

This browser does not support the audio element.

গাইবান্ধার চার উপজেলার ৩০ ইউনিয়নে পানিবন্দি লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন৷ খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন তাঁরা৷ সরকারি উদ্যোগে কিছু এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা ও নগদ টাকা দেওয়া হলেও, তা চাহিদা অনুযায়ী একবারেই অপ্রতুল্য বলে অভিযোগ উঠেছে৷

গাইবান্ধার সাংবাদিক জিল্লুর রহমান পলাশ জানান, ‘‘এক সপ্তাহ ধরে এ সব মানুষ পানিবন্দি থাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ৷ সব বয়সি মানুষ জ্বর-সর্দি, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন৷ পাশাপাশি গবাদি পশু গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছেন বন্যাদুর্গতরা৷ বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে উচু বাঁধ, রেলের জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন তাঁরা৷ গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে সেখানে দিন কাটাতে হচ্ছে গাদাগাদি করে৷

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ – এই ১৩টি জেলা এখন বন্যাকবলিত৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, ‘‘নতুন করে মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর এবং ভোলা জেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ এ সব জেলার প্রশাসনকে সর্তক থাকার নির্দেশ দেওয়া আছে৷''

‘গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে সেখানে দিন কাটাতে হচ্ছে গাদাগাদি করে’

This browser does not support the audio element.

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বুধবার এক প্রেস ব্রিফিং-এ বলেন, ‘‘ভারি বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় দেশের উত্তরাঞ্চলের ১৩টি জেলার ৪৫টি উপজেলা প্লাবিত হয়েছে৷ এতে এ সব এলাকার প্রায় সাড়ে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷''

ত্রাণমন্ত্রী বলেন, ‘‘গত ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বন্যা কবলিত এলাকার মানুষের জন্য মন্ত্রণালয় থেকে চার হাজার মেট্রিক টন চাল, এক কোটি নয় লাখ টাকা ও ন'টি আইটেম সমৃদ্ধ সাড়ে ১৮ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়৷''

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার খোলা আকাশের নীচে, উঁচু বাঁধে ও রাস্তায় আশ্রয় নেওয়া মানুষজনকে দ্রুততার সঙ্গে আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের টিউবওয়েল উঁচু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহের জন্যও বলা হয়েছে৷''

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল দাবি করেন, ‘‘অনেকে ত্রাণ পাচ্ছে না – এমন ঢালাও অভিযোগ মানা হবে না৷ তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে জানান, আমরা ব্যবস্থা নেব৷''

এদিকে বাংলাদেশে চালের ঘাটতি মোকাবেলায় উদ্যোগ নিয়েছে সরকার৷ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ২০ হাজার টন চাল আমদানি করা হয়েছে৷ এছাড়া সেপ্টেম্বরের মধ্যে আরো ১২ লাখ টন চাল আনা হচ্ছে৷

আপনার চেনাশোনা কেউ কি বন্যার কবলে পড়েছেন? আপনার এলাকার অবস্থা জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ