1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা পরবর্তী চ্যালেঞ্জ: স্বাস্থ্য ও অবকাঠামো

১৯ আগস্ট ২০১৭

বাংলাদেশের বিশাল এলাকা বন্যাকবলিত৷ বিশেষ করে উত্তরাঞ্চলের ৮ থেকে ১০টি জেলায় বন্যার ক্ষয়-ক্ষতি অনেক বেশি৷ এরইমধ্যে অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে৷ তবে ভেঙ্গে পড়েছে অবকাঠামো, তৈরি হচ্ছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি৷

Bangladesch Überflutungen
ছবি: picture-allaince/NurPhoto/R. Asad

ভয়াবহ এই বন্যায় সড়ক ও রেল অবকাঠামো যেভাবে ধ্বংস হয়েছে সেটা সংস্কারও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কর্তৃপক্ষ৷ বন্যা দুর্গত এলাকার অনেক জেলায় রেল লাইন পুরোপুরি নষ্ট হয়ে গেছে৷ সড়কপথ ভেঙে গুড়িয়ে গেছে৷ অনেক এলাকার রাস্তা-ঘাট এখনো তলিয়ে আছে৷

তবে এমন পরিস্থিতিতেও আশার কথা শোনালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ৷ ডয়চে ভেলেকে তিনি জানালেন, ‘‘গত রোজার ঈদের আগেই প্রধানমন্ত্রীর দফতর থেকে আমরা একটা বার্তা পেয়েছিলাম- সেখানে বলা হয়েছিল এবার বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে৷ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বহু এলাকা প্লাবিত হতে পারে৷ তখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করি৷ জেলা হাসপাতালের বাইরেও উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ওষুধের মজুদ রেখেছি৷ সেগুলো যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থাও আছে আমাদের৷ আমাদের যে মজুদ আছে তা দিয়ে দুই সপ্তাহ চলে যাবে৷ আশা করছি, এবার বন্যা পরবর্তী পরিস্থিতিতে রোগ বালাই মুক্ত থাকতে পারব আমরা৷''

‘আমাদের যে মজুদ আছে তা দিয়ে দুই সপ্তাহ চলে যাবে’

This browser does not support the audio element.

খোঁজ নিয়ে জানা গেছে, এবার বন্যায় রেল ও সড়ক যোগাযোগব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঠাকুরগাঁও-পঞ্চগড় রেললাইনের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে৷ একাধিক জায়গায় রেললাইন এক থেকে পাঁচ ফুট পানির নিচে রয়েছে৷ ফলে ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ রেল মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে, রেললাইন থেকে পানি অপসারিত হলে এবং লাইন সংস্কার শেষে এই রুটে ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে৷ এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর৷ শুক্রবার দুপুরে তলিয়ে গেছে স্থলবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন অফিস এবং ব্যবসায়ীদের অফিস৷ এ কারণে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ও যাত্রী পারাপার ব্যহত হচ্ছে৷

দিনাজপুর সদর উপজেলার ইউএনও আব্দুর রহমান জানান, ‘‘শুধু সদরেরই ২৬টি সড়কের ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি৷ তবে এটা আরও বেশি হতে পারে৷

‘সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে’

This browser does not support the audio element.

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার শোভন রায় জানান, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার ও মেরামত কাজ শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু করা যাবে৷ তবে কবে নাগাদ শুরু হবে বলতে পারেননি তিনি৷ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের প্রধান সড়কের এমপি ডাঙ্গী গ্রাম ও সুপারিবাগান গ্রাম পয়েন্টের রাস্তার সঙ্গে পদ্মা নদী একাকার হয়ে গেছে৷ যে কোনো সময় রাস্তাটি ধসে পড়ে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী৷

বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলিকুজ্জামান আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বন্যা পরবর্তীতে সরকার বড় ধরনের চ্যালেঞ্জে মধ্যে পড়বে৷ যেখানে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে তার জন্য কোন ফান্ড বরাদ্দ নেই৷ উন্নয়ন খাত থেকে টাকা এনে এখানে দিতে হবে৷ এগুলো করতেও সময় লাগবে৷ পাশাপাশি উন্নয়নে কর্মকাণ্ডেও বিরূপ প্রভাব পড়বে৷ তবে এসব কিছুর আগে আমাদের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে হবে৷ শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সাধারণ মানুষকেও তাদের সহযোগিতা করতে হবে৷ আর ১৯৯৮ সালের পর আমাদের সড়ক অবকাঠামো এভাবে ধ্বংস হয়নি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ