1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন শহরে শেষ হলো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন

৮ এপ্রিল ২০০৯

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন কৌশল বিষয়ে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বুধবার শেষ হয়েছে৷ জার্মানির বন শহরে ২৯ মার্চ থেকে ৮এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে ১৯০টি দেশের প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন৷

ইউএনএফসিসি এর নির্বাহী সচিব ইভো দ্য বোয়েরছবি: picture-alliance/ dpa

কিয়োটো প্রোটোকল অনুযায়ী বিভিন্ন দেশকে আগামী ২০১২ সালের মধ্যে কার্বন নির্গমন একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নামিয়ে আনতে হবে৷ কিন্তু এরপর কি হবে তা এখনও নির্ধারিত হয়নি৷ তাই কিয়োটো প্রোটোকলের ভবিষ্যৎ নির্ধারণে আগামী ডিসেম্বরে কোপেনহেগেন-এ অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিকাঠামোগত সম্মেলন বা ইউএনএফসিসিসি৷ জাতিসংঘ জলবায়ু সংস্থার উদ্যোগে ঐ সম্মেলনে কিয়োটো প্রটোকলের পরিমার্জন করে আরেকটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু সেখান থেকে আদৌ কোন ফল আসবে কিনা - তা বোঝা যাবে তার আগের তিনটি প্রস্তুতিমূলক সম্মেলনের মাধ্যমে৷ আর তারই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো জার্মানিতে৷

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য স্বল্পোন্নত এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো তাদের সুনির্দিষ্ট দাবি-দাওয়া তুলে ধরেন৷ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বাঁচতে প্রতিবেশ ব্যবস্থা ভিত্তিক অভিযোজন কৌশল প্রণয়ন করার উপর জোর দেয়া হয়৷ এছাড়া ১৯৯০ সালের তুলনায় গ্রিন হাউস গ্যাস নির্গমন ২০২০ সালের মধ্যে ৪৫ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৯৫ শতাংশ হ্রাসের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে৷ এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গরিব দেশগুলোর জন্য বছরে ৫০ থেকে ৮৬ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রয়োজন বলে মতামত ব্যক্ত করা হয়৷

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের আরো সক্রিয় ভূমিকা কাম্য

উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, উন্নত বিশ্ব গত দুই শতাব্দী ধরে শিল্পায়ন প্রক্রিয়ায় সম্পদ অর্জন করতে গিয়ে পরিবেশে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড যোগ করেছে৷ তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করার দায়িত্ব উন্নত বিশ্বের৷

বন সম্মেলনে অংশ গ্রহণকারী অক্সফাম এর বাংলাদেশ অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিয়াউল হক মুক্তা বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করেননি৷ তবে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবেশ রক্ষা আন্দোলনের সক্রিয় সহযোগিতা করার ব্যাপারে বেশ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন৷ ইউরোপ সহ অনেক শিল্পোন্নত দেশ কার্বন নির্গমন কমাতে রাজি হলেও চীন, ভারত, ব্রাজিলের মত উন্নয়নশীল দেশগুলো এ ব্যাপারে সবসময় গড়িমসি করছে৷ তাই উন্নত দেশগুলোর পাশাপাশি এসব দেশগুলোকেও একটি ঐকমত্যে নিয়ে আসার বিষয়টি সবচেয়ে বড় চ্যলেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ