1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ববস্লেড ও স্কেটিং-এর বৈজ্ঞানিক ভিত্তি

সিল্কে বিয়ারহফ/এআই২৬ এপ্রিল ২০১৪

বরফাচ্ছাদিত ট্র্যাকের উপর ববস্লেড-এর ছুটে চলা কিংবা আইসস্কেটিং দেখতে কতই না ভালো লাগে৷ কিন্তু এ সব খেলার পিছনে যে বৈজ্ঞানিক সূত্র থাকে, তার কথা জানে ক’জন মানুষ?

ছবি: Getty Images

বরফ আচ্ছাদিত ট্র্যাকে নামার জন্য প্রস্তুত ডারিয়ুস ক্যোনে৷ ১৯ বছর বয়সি এই ববস্লেড পাইলটকে সবসময় ফিট থাকতে হয়৷ শীঘ্রই এই খেলার জার্মান চ্যাম্পিয়নশিপ শুরু হবে৷

ববস্লেড জোরে বা আস্তে চলার পেছনের সূত্র সাধারণের পক্ষে বোঝা বেশ জটিল৷ ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেতিন টোলান এটা সবচেয়ে ভালো বোঝেন: ‘‘একটি ববস্লেড কী ভাবে নীচের দিকে ধাবিত হয়, তা বুঝতে হলে প্রথমে এটির উপরে কার্যকর শক্তিগুলো সম্পর্কে জানতে হবে৷ ধরুন এটা একটা পাহাড়, যার উপরে আরোহীসহ ববস্লেডটি রয়েছে৷ মূলত মাধ্যাকর্ষণ শক্তির জন্য এটি নীচের দিকে ধাবিত হয়৷ তবে এখানে অন্যান্য আরো শক্তি রয়েছে, যা মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করছে৷ ‘ফ্রিকশন ফোর্স' ববস্লেডকে উলটো দিকে টানার চেষ্টা করছে৷ মাধ্যাকর্ষণ শক্তির বিপক্ষে দ্বিতীয় যে শক্তিটি কাজ করে, তা হচ্ছে বাতাসের বিপরীতমুখী চাপ৷ এই চাপের তীব্রতা ববস্লেডের ‘এয়ারোডায়নামিক' ডিজাইনের উপর নির্ভর করে৷ তাছাড়া এ কারণে ভারী ববস্লেড হালকা স্লেডের চেয়ে দ্রুত গতিতে নীচে নামে৷ একটি পরীক্ষার মাধ্যমে বিষয়টি সহজে বোঝানো যায়৷ টিউবের মধ্যে থাকা ভারী বলটি কাগজের হালকা টুকরার চেয়ে অনেক দ্রুত গতিতে নীচে নেমে যাচ্ছে৷ শুধুমাত্র বাতাসের বাধার কারণে এমনটা হচ্ছে৷ টিউবটি এবার বায়ুশূন্য করা হলো৷ এবার দেখা যাচ্ছে, ভারী বল এবং কাগজের টুকরা একইসঙ্গে নীচের দিকে নামছে৷''

তবে ববস্লেড টিমের সদস্যরা অ্যাথলিটও৷ তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস৷ ফিগার স্কেটিং-এর ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য৷ নিজের নৈপুণ্য ধরে রাখতে নিনা মারিয়া সপ্তাহে অন্তত পাঁচবার বরফের উপর প্র্যাকটিস করেন৷ কিন্তু বরফের উপর এই খেলার পেছনেও কি কোনো বৈজ্ঞানিক সূত্র আছে? প্রফেসর মেতিন টোলান বললেন:

‘‘বরফের উপরে কয়েক ন্যানো মিটার পুরু অত্যন্ত পাতলা একটি তরল স্তর থাকে, যা খালি চোখে দেখা যায় না৷ এই স্তরের কারণেই বরফের উপরে দ্রুত চলা যায়৷ পরীক্ষায় তরল স্তরের অস্তিত্ব পাওয়া গেছে৷ স্কেটের ব্লেড এই স্তরের উপরে দ্রুত চলতে পারে৷''

অবশ্য ফিগার স্কেটিংয়ে ভালো পয়েন্ট পেতে হলে শুধু পিছলে চললেই হবে না, ঘুরতেও হবে৷ প্রফেশনালরা তাই এক পায়ের উপর ভর দিয়ে ঘোরার বিভিন্ন কৌশল শিখে নেন৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, বরফের উপর স্পিন বা ঘোরার ক্ষেত্রে কী ধরনের শক্তি প্রভাব রাখে? আবার প্রফেসর মেতিন টোলান-এর শরণ নিতে হবে:

‘‘বরফের উপর দ্রুত বেগে ঘোরার ব্যাপারটি পদার্থবিদ্যার ‘অ্যাংগুলার মোমেন্টাম' নীতির উপর নির্ভরশীল৷ অ্যাংগুলার মোমেন্টাম হচ্ছে ‘মোমেন্ট অফ ইনারশিয়া' বা জড়তা এবং স্কেটারের ঘোরার ফ্রিকোয়েন্সির সম্মিলিত রূপ৷ স্কেটার লাফ দেয়ার আগ মুহূর্ত এবং ঘূর্ণন সম্পন্নের পর মুহূর্তে এটি কনস্ট্যান্ট হতে হবে৷ আপনি স্পিন শুরুর আগের ‘মোমেন্ট অফ ইনারশিয়া' এভাবে আঁকতে পারেন৷ হাত যখন ছড়ানো থাকে তখন ‘ইনারশিয়া' বা জড়তা বেশি থাকে, ফলে স্কেটার দ্রুত ঘুরতে পারেন না৷ কিন্তু যেই মুহূর্ত হাত ভাঁজ করে জড়তা কমিয়ে আনা হয়, তখনই ঘোরার গতি বেড়ে যায়৷''

ঘোরার নীতিটা আসলে সহজই৷ তবে বাস্তবে যখন স্কেটাররা সেটি প্রদর্শন করেন তখন পুরো ব্যাপারটি এক শৈল্পিক রূপ পায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ