1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স মনোনয়ন

২৮ ফেব্রুয়ারি ২০১২

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার মনোনয়ন পর্ব চলছে এখন৷ ইতিমধ্যে বাংলাভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষার ব্লগ প্রতিযোগিতায় জমা পড়ছে৷ এই নিয়ে চলছে নানামুখী আলোচনা৷ ব্লগ মনোনয়ন চলবে ১৩ মার্চ পর্যন্ত৷

BOBs 2012, Banner für Pictureteaser, vorschlagen Englisch

ডিডাব্লিউ'র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা'র মনোনয়ন গ্রহণ পর্ব চলছে এখন৷ বাংলা ব্লগাররা মনোনয়ন জমা দিতে পারবেন ফেসবুক, টুইটারসহ আরো কয়েকটি সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে৷ নতুন সাইটে খুব সহজেই ব্লগ মনোনয়ন জমা দেওয়া যাবে৷ ঠিকানা: thebobs.com/bengali

বব্স'এর ওয়েবসাইটের বাংলা সংস্করণে এই প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন তথ্যও যোগ করা হয়েছে বাংলা ভাষায়৷ এছাড়া প্রতিযোগিতা সম্পর্কে সর্বশেষ যেকোন তথ্যও থাকছে ওয়েবসাইটে৷

বব্স'এর প্রতিযোগিতায় ১১টি ভাষার ওয়েবসাইট মনোনয়ন দেওয়া যাচ্ছে৷ ভাষাগুলো হচ্ছে আরবি, বাংলা, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ৷ বাংলাদেশ বা ভারতের ইংরেজি কিংবা অন্য ভাষার ব্লগগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ ব্লগ মনোনয়ন চলবে ১৩ মার্চ পর্যন্ত৷

চলতি বছর বব্স'এর জুরি মণ্ডলীর খানিকটা পরিবর্তন করা হয়েছে৷ তবে আলাদা আলাদাভাবে ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' থাকছে আগের মতোই৷ আসলে অনলাইন ভোটাভুটি এবং জুরি'র বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণের এই প্রক্রিয়া এটাই নিশ্চিত করে যে, বব্স সেরা ব্লগ, ওয়েবসাইট এবং ক্যাম্পেইনগুলোকেই সম্মাননা প্রদান করছে৷ এবং এটা শুধুমাত্র অনলাইন জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারিত কোন প্রতিযোগিতা নয়৷ এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে বব্স'এর ওয়েবসাইটে৷

বব্স এর অষ্টম আসরে বাংলা ভাষার জুরি প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলমছবি: Harun Or Rashid Swapan

চলতি বছরের প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণে জুরি বৈঠক বসবে জার্মানির রাজধানী বার্লিনে৷ বিভিন্ন ভাষার বিচারকরা বার্লিন বৈঠকে আলোচনা, নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করবেন৷ বব্স এর অষ্টম আসরে বাংলা ভাষার জুরি প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলম৷ চলতি আসর সম্পর্কে তিনি বলেন, ‘‘যেহেতু বাংলা ব্লগিংয়ের সুযোগ রয়েছে এবং এই বিষয়ে একটা বিশেষ পুরস্কারের সুযোগ রয়েছে, এই সুযোগটা কাজে লাগানো অবশ্যই দরকার৷ আমি আশা করব শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষায় যতজন ব্লগিং করেন, তারা সকলেই কোন না কোনভাবে এটায় অংশগ্রহণ করবেন৷ এবং শুধু অংশগ্রহণই করবেন না, অন্যান্যদেরকে এটা সম্পর্কে জানাবেন৷ এটার ভিত্তিতে আমার মনে হয়, আমরা যে ব্লগিংয়ে এতটা সক্রিয়, সেটা জানানো যাবে''৷

গতবারের মত এবারও ব্লগ প্রতিযোগিতায় রয়েছে ১৭টি বিভাগ৷ এরমধ্যে ছয়টি বিভাগ মিশ্র ক্যাটেগরি, মানে এক্ষেত্রে প্রতিযোগিতা হবে বিভিন্ন ভাষার ব্লগের মধ্যে৷ আর ১১টি বিভাগ থাকছে ভাষাভিত্তিক এবং এক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করা হবে অনলাইন ভোটিং'এর মাধ্যমে৷ এবার স্পেশাল টপিক অ্যাওয়ার্ড'এর বিষয় হচ্ছে সংস্কৃতি এবং জনশিক্ষা৷ ২০১২ সালের গ্লোবাল মিডিয়া ফোরামের থিমও এটি৷ তবে অন্যান্য বিষয়, যেগুলো গত বছরও ছিল, সেগুলো এবারও থাকছে৷

২০১১ সালে ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় সেরা ব্লগ নির্বাচিত হয় আরিফ জেবতিক'এর ব্লগ৷ ব্লগ প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, ‘‘বব্স প্রতিযোগিতা ব্লগিং জগতে চমৎকার উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, সবাইকে এই প্রতিযোগিতার দিকে আগ্রহী করে তুলেছে৷ এটা ভালো ব্লগার তৈরিতে ভূমিকা রাখছে''৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ