1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুনিদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৭ জুন ২০১৯

বরগুনায় দিন দুপুরে এক যুবককে তাঁর স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

বরগুনার ঘটনা সম্পর্কে ওবায়দুল কাদের

03:18

This browser does not support the video element.

ওবায়দুল কাদের বলেন, দিনের আলোতে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা খুবই নগ্ন৷ এ ঘটনায় ব্যক্তিগত বিদ্বেষ প্রকাশ পেয়েছে বলেও জানান তিনি৷

তিনি বলেন, ‘‘এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকিদেরও গ্রেপ্তার করা হবে৷ প্রক্রিয়া চলছে৷''

কাদের জানান, ‘‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে আছে৷ যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হবে৷ তাদের গ্রেপ্তারে অভিযান চলছে৷''

সরকারপ্রধানের নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘‘ঘটনার সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷''

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এ কথা কি বলা যায়? ওগুলো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা৷ বরগুনার ঘটনা রাজনৈতিক নয়, নিশ্চয় রূপগঞ্জের ঘটনাও রাজনৈতিক নয়৷''

এসময় মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতিও হয়নি৷

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের কলেজ রোডে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে রিফাত শরীফকে তাঁর স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে একদল যুবক। তাঁকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শরীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়৷

নিহতের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে৷ ওই রাতেই চন্দন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

টিএম/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ