1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই আসামি গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ জুন ২০১৯

বরগুনায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে তাঁর স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷

Asaduzzaman Khan Kamal 
ছবি: bdnews24.com

অচিরেই সব আসামি গ্রেপ্তারের আশাও দিলেন মন্ত্রী৷

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে পুলিশ উইম্যান অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে৷ সবাইকে আইনের সামনে হাজির করারও প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

টিএম/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ