1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোট্ট খরগোশকে বাঁচালো পুলিশ

৬ মার্চ ২০১৮

দোসরা মার্চের ঘটনা৷ আয়ারল্যান্ড জুড়ে বরফের ঝড় চলেছে৷ বিমানবন্দরের এক পুলিশকর্মী বরফে ঢাকা প্রাঙ্গণ থেকে উদ্ধার করলেন এক কচি খরগোশকে৷ সেই খরগোশ এখন যেন স্টার!

A brown and white snowshoe hare in winter
ছবি: L.S. Mills/Jaco & Lindsey Barnard

ছোট্ট ভিডিও৷ রাস্তায় বরফের উপর গাড়ির টায়ারের দাগ৷ পাশের বরফ ঢাকা প্রান্তরে টর্চের আলো ফেলতে ছোট্ট একটি জীব লাফাতে লাফাতে গাড়ির দিকে এগিয়ে এলো – এক বাচ্চা খরগোশ৷ ‘কে-নাইন' টিমের সদস্য পুলিশ অফিসারের নীল দস্তানা পরা হাত খরগোশটিকে তুলে নিয়ে গাড়ির দিকে এলো৷ এইটুকুই ভিডিও – কিন্তু লাখ লাখ বার দেখা হয়েছে৷

গত শুক্রবার ব্রিটেন আর আয়ারল্যান্ডে যে বরফঝড় চলছিল, আবহাওয়া অফিসের নথিপত্রে তার নাম হলো ‘এমা'৷ কাজেই এক বছরের কম বয়সের খুকি খরগোশটির নাম রাখা হয়েছে ‘এমা'৷  প্রথমে তাকে এয়ারপোর্টের অফিসে নিয়ে গিয়ে তোয়ালে দিয়ে মুড়ে গরম করা হয়েছে, তারপর খেতে দেওয়া হয়েছে৷ এরপর এমাকে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধারকর্তা পুলিশ অফিসারের বাড়িতে৷ সেখান থেকে ঐ পুলিশ অফিসারের মেয়ে এমার ছবি আর তার হাল-হকিকত টুইট করে চলেছে৷ পোস্ট করা হয়েছে জানালার কাছে একটি গোলটেবিলের ওপর বসা এমার ছবি৷ জানালার বাইরে কান খাড়া করে এমাকে দেখছে বিমানবন্দররক্ষী পুলিশ অফিসারটির সরকারি সহকারী এক কালো কুকুর, যার নাম লু৷

মনে রাখা দরকার, এমার খবর প্রথম টুইট করে ডাবলিন এয়ারপোর্ট কর্তৃপক্ষ৷ বরফে, অন্ধকারে পথ হারানো, আতঙ্কিত এক খুদে জীবের কাহিনি এভাবেই একটি আন্তর্জাতিক বিমানবন্দরকে যে পরিমাণ প্রচার এনে দেয়, তাতে এমাকে সোনার খাঁচায় রাখা উচিত৷

না, ভুল বললাম৷ পুলিশ অফিসারের কন্যা টুইট করেছে: সুস্থ হলে আর বরফ কমলে এমাকে আবার মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে, সম্ভবত সেই রানওয়ের পাশের মাঠে, যেখানে তাকে পাওয়া গিয়েছিল৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ