রানওয়ে ভেবে হিমায়িত এক নদীতে ৩০ জন যাত্রী নিয়ে অবতরণ করেছে একটি বিমান৷
বিজ্ঞাপন
প্রচণ্ড শীতে জমে গেছে কোলিমা নামের রাশিয়ান এক নদী৷ বৃহস্পতিবার সেই হিমায়িত নদীকে রানওয়ে ভেবে ভুল করে ফেললেন পাইলট৷ তবে বিমানটি নিরাপদেই নামাতে পেরেছেন পাইলট৷ এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷
রাশিয়ার পূর্ব দিকে ইয়াকুতিয়া অঞ্চলের জিরিয়ানকায় রয়েছে একটি বিমান বন্দর৷ সেখানেই নামার কথা ছিল বিমানটির৷ আর বিমানবন্দরের পাশ দিয়েই বয়ে গেছে কোলিমা নামের নদীটি৷
পরিবহণ বিষয়ক আইনজীবীরা জানিয়েছেন, পাইলটের ভুলের কারণেইপোলার এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটি বরফের ওপর অবরতরণ করে৷ আর বিমানটি ছিল সোভিয়েত যুগের আন্তোনভ-২৪ এয়ারক্রাফট৷
ইস্টার্ন সাইবেরিয়ান পরিবহণ আইনজীবিদের একজন মুখপাত্র বলেন, ‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটির পরিচালনায় থাকা ব্যক্তিদের কারণেই এই ঘটনাটি ঘটেছে৷''
তুন্দ্রা অঞ্চলের মানুষের জীবন
01:02
নদীর পানি হয়ে গেছে বরফ, আর সেই বরফের উপর দাঁড়িয়ে থাকা বিমানটির একটি ছবিও প্রকাশ করা হয়েছে৷ ইজভেস্টিয়া নামের একটি সংবাদপত্র, বিমান থেকে যাত্রীদের নেমে আসার ছবিও প্রকাশ করেছে৷
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানটির পরিচালক প্রতিষ্ঠান পোলার এয়ারলাইনস জানিয়েছে, ‘‘এএন-২৪ বিমানটি জারিয়ানকা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে৷''
তারা আরো উল্লেখ করেছে, ‘‘এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷''
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক যাত্রীর ভিডিও ফুটেজ দেখে বোঝা গেছে বিমানটি একেবারে মাঝ নদীতে নেমেছে৷
এ বছর জিরিয়ানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে গেছে৷
টিএম/এসিবি (রয়টার্স)
বরফ-শীতল পানিতে সাঁতার কেটে বড়দিন উদযাপন
বিশ্বের অনেক শীত-প্রধান দেশেই প্রচণ্ড শীতকে তোয়াক্কা না করে সাঁতার কেটে বড় দিন উদযাপনের চল রয়েছে৷ ছবিঘরে কয়েকটি দেশের মানুষের অভিনব এই উদযাপনের দৃশ্য...
ছবি: Taisiya Vorontsova/REUTERS
ব্রাইটন বিচে ফটো সেশন
ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বরফ-জলে ঝাঁপ দিয়ে বড়দিন উদযাপন করেছেন অনেকে৷ ওপরের ছবিতে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্রাইটন বিচে কয়েকজনের ফটো সেশনের মুহূর্ত৷
ছবি: Hannah McKay/REUTERS
ভিতাভা নদীতে সাঁতার
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ বড় দিনে বিশেষ সাঁতার প্রতিযোগিতারও আয়োজন ছিল৷ ভ্লাতাভা নদীর শীতল পানিতে আয়োজিত সেই প্রতিযোগিতায় সাঁতাররত এক প্রতিযোগী৷
রাশিয়ার বিভিন্ন শহরেও ছিল এই আয়োজন৷ টোমস্ক শহরের বয়ারস্কোয়ে লেকের পানিতে মৎসকুমারী সেজে নেমেছিলেন এক নারী৷
ছবি: Taisiya Vorontsova/REUTERS
যখন আনন্দের হাসি থাকে না মুখে
প্রাগ-এর ভ্লাতাভা নদীর পানিতে নেমে মুখের হাসি ধরে রাখা যে কঠিন ছিল তা ছবির এই মুখগুলো দেখলেই বোঝা যায়৷ হাড় কাঁপানো শীত অবশ্য মুখের হাসি কিছুক্ষণের জন্য কেড়ে নিলেও মনের হাসি কাড়তে পারেনি৷
ছবি: David W Cerny/REUTERS
সুখের হাসি
ব্রাইটন বিচে ফটোসেশনের সময় এই সুখী দম্পতি কিন্তু হাসতে ভোলেননি!
ছবি: Hannah McKay/REUTERS
আগে গরম, পরে ঠান্ডা
নদীর পানি ভীষণ ঠান্ডা৷ তাই প্রাগ- এর সাঁতার প্রতিযোগিতার আগে ব্যায়াম করে গা গরম করে নিচ্ছেন একজন৷
ছবি: David W Cerny/REUTERS
বাবা-ছেলে
ইংল্যান্ডের ব্রাইটন বিচে সন্তান কাঁধে ছুটছেন এক বাবা৷