1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফবাস

মনিরুল ইসলাম২২ মার্চ ২০১৩

ইগলু মানে বরফের ঘর, যা এস্কিমোদের আবাস৷ তা দেখতে হলে যেতে হবে ক্যানাডার একদম উত্তরে কিংবা আলাস্কায়৷ বরফের এই ঘরে থেকে কয়েকদিনের জন্য কারো যদি এস্কিমো হওয়ার সাধ জাগে, তাহলে যেতে পারেন জার্মানির সুকপিৎসে-তে৷

বরফের মধ্যে রাত্রিযাপনছবি: www.iglu-dorf.com

মেঘের দেশই বলা যায়, কারণ এটা জার্মানির সবচেয়ে উঁচু পর্বত৷ সমুদ্র সমতল থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে৷ আল্পসের কাছে৷ আর সেখানেই গড়ে তোলা হয়েছে, ইগলুডর্ফ, মানে ইগলু গ্রাম৷

প্রশাসনিক সীমানা ধরলে ইগলুডর্ফের অবস্থান জার্মানির বাভারিয়া রাজ্যে৷ আলাস্কা বা গ্রিনল্যান্ড যাদের কাছে দূরের দেশ, তাদের কাছে কাছের হতে পারে এই স্থানটি৷ বাইরে শীতলতাকে হার মানিয়ে থাকা ইগলুতে৷ তাও ইউরোপের একদম বুকে৷ এই হোটেল খোলা থাকে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত৷

বরফের ঘর মানে শীতে কাবু হয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকা নয়৷ আপনাকে উষ্ণ রাখার যত রকমের সব ব্যবস্থাই আছে সেখানে৷ বার আছে, দোকান আছে, সবই ইগলুর মধ্যে৷ এখন সেখানে গিয়ে বিয়েও করা যায়৷ আর বাসরের জন্যও বিশেষ একটা অফার আছে ইগলু হোটেলের৷ তার নাম রোমান্টিক স্যুট৷

ইগলু হোটেলে যেতেও হয় একটি বিশেষ ব্যবস্থায়, ক্যাবল কারে চেপে৷ অন্য কোনো পথ নেই৷ সাধারণ একটি ইগলুতে সর্বোচ্চ ছয়জন থাকা যায়৷ প্রতি জনকে ভাড়া গুণতে হবে ৯৯ ইউরো৷ আর বেশি সুবিধা চাইলে তা-ও পাওয়া যাবে৷ তবে তার জন্য ভাড়া বাড়বে৷ এর বাইরে আরো তিন ধরনের ইগলু আছে, রোমান্টিক ইগলু, রোমান্টিক প্লাস ইগলু এবং রোমান্টিক ইগলু স্যুট৷ রোমান্টিক ইগলুতে ভাড়া প্রতিজনের ১৬৬ ইউরো, রোমান্টিক প্লাসে ১৯৯, আর রোমান্টিক স্যুটে ৩০৯ ইউরো৷ এই ভাড়া প্রতি রাতের জন্য৷

তবে থার্টি ফার্স্ট নাইট যদি কেউ ইগলুতে কাটাতে চান, তবে ভাড়া সব ক্ষেত্রেই দেড়গুণ বাড়বে৷ আর বুকিং দিতে হবে অনেক আগে৷ কেউ চাইলে ভাড়া করতে পারে পুরো ইগলুডর্ফই৷ সেক্ষেত্রে প্রতি রাতের জন্য খরচ হবে সাত হাজার ইউরোর ওপর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ