1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফবাস

মনিরুল ইসলাম২২ মার্চ ২০১৩

ইগলু মানে বরফের ঘর, যা এস্কিমোদের আবাস৷ তা দেখতে হলে যেতে হবে ক্যানাডার একদম উত্তরে কিংবা আলাস্কায়৷ বরফের এই ঘরে থেকে কয়েকদিনের জন্য কারো যদি এস্কিমো হওয়ার সাধ জাগে, তাহলে যেতে পারেন জার্মানির সুকপিৎসে-তে৷

বরফের মধ্যে রাত্রিযাপনছবি: www.iglu-dorf.com

মেঘের দেশই বলা যায়, কারণ এটা জার্মানির সবচেয়ে উঁচু পর্বত৷ সমুদ্র সমতল থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে৷ আল্পসের কাছে৷ আর সেখানেই গড়ে তোলা হয়েছে, ইগলুডর্ফ, মানে ইগলু গ্রাম৷

প্রশাসনিক সীমানা ধরলে ইগলুডর্ফের অবস্থান জার্মানির বাভারিয়া রাজ্যে৷ আলাস্কা বা গ্রিনল্যান্ড যাদের কাছে দূরের দেশ, তাদের কাছে কাছের হতে পারে এই স্থানটি৷ বাইরে শীতলতাকে হার মানিয়ে থাকা ইগলুতে৷ তাও ইউরোপের একদম বুকে৷ এই হোটেল খোলা থাকে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত৷

বরফের ঘর মানে শীতে কাবু হয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকা নয়৷ আপনাকে উষ্ণ রাখার যত রকমের সব ব্যবস্থাই আছে সেখানে৷ বার আছে, দোকান আছে, সবই ইগলুর মধ্যে৷ এখন সেখানে গিয়ে বিয়েও করা যায়৷ আর বাসরের জন্যও বিশেষ একটা অফার আছে ইগলু হোটেলের৷ তার নাম রোমান্টিক স্যুট৷

ইগলু হোটেলে যেতেও হয় একটি বিশেষ ব্যবস্থায়, ক্যাবল কারে চেপে৷ অন্য কোনো পথ নেই৷ সাধারণ একটি ইগলুতে সর্বোচ্চ ছয়জন থাকা যায়৷ প্রতি জনকে ভাড়া গুণতে হবে ৯৯ ইউরো৷ আর বেশি সুবিধা চাইলে তা-ও পাওয়া যাবে৷ তবে তার জন্য ভাড়া বাড়বে৷ এর বাইরে আরো তিন ধরনের ইগলু আছে, রোমান্টিক ইগলু, রোমান্টিক প্লাস ইগলু এবং রোমান্টিক ইগলু স্যুট৷ রোমান্টিক ইগলুতে ভাড়া প্রতিজনের ১৬৬ ইউরো, রোমান্টিক প্লাসে ১৯৯, আর রোমান্টিক স্যুটে ৩০৯ ইউরো৷ এই ভাড়া প্রতি রাতের জন্য৷

তবে থার্টি ফার্স্ট নাইট যদি কেউ ইগলুতে কাটাতে চান, তবে ভাড়া সব ক্ষেত্রেই দেড়গুণ বাড়বে৷ আর বুকিং দিতে হবে অনেক আগে৷ কেউ চাইলে ভাড়া করতে পারে পুরো ইগলুডর্ফই৷ সেক্ষেত্রে প্রতি রাতের জন্য খরচ হবে সাত হাজার ইউরোর ওপর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ