1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফাবৃত মানালিতে আটকে পর্যটক

২৪ ডিসেম্বর ২০১৯

বরফে ঢাকা মানালির সৌন্দর্য দেখতে গিয়ে আটকে পড়েছেন পর্যটকরা৷ রাস্তা খুলতেই শুরু গাড়ির স্রোত৷  আবার তুষারপাত৷  ফলে দীর্ঘ যানজট৷ 

Blick auf Himalaya
ছবি: DW/A. Chatterjee

বরফ পড়তে শুরু হয়েছিল সপ্তাহ দুয়েক আগে থেকে৷ আর মানালিতে বরফ পড়লেই দিল্লি সহ বিভিন্ন জায়গা থেকে দলে দলে পর্যটক ভিড় করেন সেখানে৷ বরফাবৃত মানালি ও তাকে ঘিরে সোলাং, কোঠি, গুলাবা সহ একের পর এক সাদা পাহাড় অপরূপ দেখতে লাগে। সেই অসাধারণ সৌন্দর্য দেখতে গিয়েই বিপাকে পড়েছেন পর্যটকরা৷  এত বরফ পড়তে শুরু করেছে, যে মানালি-কেলং রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল৷  মঙ্গলবার সাময়িক সময়ের জন্য রাস্তা খুললেও কতক্ষণ তা খোলা থাকবে, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ নতুন করে বরফ পড়তে শুরু করেছে। ফলে চার কিলোমিটার লম্বা যানজটে পড়ে নাকাল ঘর ফিরতি পর্যটকরা৷  

আবহাওয়াবিদেরা বলছেন, বিশ্ব উষ্ণায়ণের প্রভাবেই খামখেয়ালি রূপ দেখাচ্ছে প্রকৃতি। সময়ের আগেই উত্তর ভারত জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ চলছে৷ দিল্লিতে  ১৯৯৭-র পর থেকে কখনও ডিসেম্বরে এতদিন ধরে শৈত্যপ্রবাহ চলেনি৷ প্রবল ঠান্ডা, সকালে ধোঁয়াশা, বেলার দিকে হাল্কা রোদ, সন্ধ্যার পর থেকে আবার জাঁকিয়ে বসা শীত, এই হল এখন দিল্লির প্রতিদিনের ছবি৷  এ হেন বিরূপ আবহাওয়ার মধ্যেও এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সারারাত ধরে প্রতিবাদ চলছে৷ জামিয়ার কাছে শাহিনবাগে লোকে সারারাত ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকদিন ধরে৷ পাঞ্জাবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সময় বদলে দেওয়া হয়েছে৷ সাতসকালে স্কুল শুরুর বদলে ক্লাস আরম্ভ হচ্ছে বেলা দশটা থেকে৷

এভাবেই শীতে কাঁপছে উত্তর ভারত৷ কাঁপছেন মানালিতে যানজটে আটকে পড়া পর্যটকরাও৷ 

জিএইচ/এসজি(নিউজ ১৮)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ