1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফে পিছলে গিয়ে ভাইরাল

১৫ ফেব্রুয়ারি ২০১৯

বরফ সরিয়ে গাড়ি চলার পথ করতে নেমেছিলেন জেফরি টেকাচ, এরপর পিছলে গেলেন৷ আর সেই দৃশ্য ধারণ হলো বাড়ির সামনের সিকিউরিটি ক্যামেরায়৷ পিছলে গিয়ে ভাইরাল হয়ে গেলেন জেফরি৷

প্রতীকী ছবিছবি: Getty Images/C. Furlong

২০০৬ সাল থেকে ইউটিউবের চ্যানেল সচল রেখেছেন জেফরি৷ গত ১২ বছর মাত্র ৪৭ জন সাবস্ক্রাইবার ও হাজার খানেক ভিউ ছিল৷ অথচ এই ২৬ সেকেন্ডের ভিডিওটির ভিউ পাঁচ লাখ ছাড়িয়ে গেছে৷ মন্তব্য এসেছে শতাধিক৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিতবার শেয়ার হয়েছে৷

ভিডিওতে দেখা যায়, জেফরি একটি লবণের পাত্র এনে বরফ পরিষ্কার করা ড্রাইভওয়েতে লবণ ছিটিয়ে দিচ্ছেন৷ হুট করে পিছলে গিয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়েন নিচের রাস্তায়৷ বুধবার এই দৃশ্যটুকু এডিট করে ইউটিউবে প্রকাশ করেন জেফরি৷

টাইম ম্যাগাজিনে ভিডিওটির ভাইরাল হওয়া প্রসঙ্গে বলা হয়, বরফ ঝরা দেশে এরকম পিছলে পড়ার ঘটনা খুবই স্বাভাবিক৷ সব সময় সচেতন থাকেন মানুষ৷ তবে একেবারে পাকৃতিক ও অপ্রস্তুত একটি দৃশ্য হওয়ায় সবাই তা লুফে নিয়েছেন৷ একইসঙ্গে দৃশ্যটি মজার ও দুঃখজনক৷ কারণ, বড় দুর্ঘটনা ঘটতে পারতো৷

জেফরির ভিডিওটির নিচে দর্শকদের মন্তব্যগুলোও ভীষণ মজার৷ কেউ কেউ হাস্যরস করেছেন৷ কেউ সমবেদনা প্রকাশ করেছেন৷ একজন মন্তব্য করেছেন, ‘‘বরফে লবণ ছিটিয়ে লাভ নেই, স্বাদ ভালো হয় না৷ অন্য  কিছু দেওয়া উচিত৷’’

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ