1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতের ‘উষ্ণ’ ইউরোপ

২৩ ডিসেম্বর ২০১৫

শীতকালে বরফ পড়বে, সেই বরফের উপর স্কিয়িং-এর আকর্ষণে পর্যটকরা আসবেন, স্থানীয় ব্যবসায়ীদের মুনাফা হবে – সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মতো দেশের অর্থনীতি এই নিয়মের উপর নির্ভরশীল৷ কিন্তু এবার সব ওলটপালট হয়ে গেছে৷

ছবি: DW/G. Fischer

Festive traditions

04:31

This browser does not support the video element.

এককালে বলিউড ছবির অন্যতম আকর্ষণ ছিল সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ে নায়ক-নায়িকার গানের দৃশ্য৷ ছবি দেখে অনেকে সেই বরফের আকর্ষণে পর্যটক হিসেবে সুইজারল্যান্ড পাড়ি দিয়েছেন৷ এ বছর শীতে সেখানে গেলে তাঁরা কিছুই চিনতে পারবেন না৷



বরফের কোনো চিহ্ন নেই৷ কারণ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি৷ ২০১৫ সালের বড়দিন তাই ইউরোপের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা৷


তবে বেশ কয়েকটি স্কি রিসর্ট মরিয়া হয়ে কৃত্রিম উপায়ে বরফ তৈরি করে ঘাটতি পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷


এবারের শীতকালে ইউরোপের ‘উষ্ণ’ আবহাওয়া নিয়ে কম চর্চা হচ্ছে না৷


শুধু পর্যটন নয়, আরও কিছু ক্ষেত্র এমন অঘটনের জন্য প্রস্তুত ছিল না৷ শীতে ঘরবাড়ি গরম রাখতে যে জ্বালানির প্রয়োজন হয়, উচ্চ তাপমাত্রার ফলে তার চাহিদাও অনেক কম৷


জলবায়ু পরিবর্তনের এমন সরাসরি প্রভাবের ফলে অনেক কৃষকেরও মাথায় হাত৷ আবহাওয়া অনুযায়ী চাষবাসের যে প্রক্রিয়া এতকাল তলে এসেছে, তাতে বার বার ছন্দপতন ঘটায় কৃষকরা অসহায় বোধ করছেন৷

অথচ গত বছর দেরিতে হলেও জার্মানিতে স্বাভাবিক শীত এসেছিল৷



সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ