শীতকালে বরফ পড়বে, সেই বরফের উপর স্কিয়িং-এর আকর্ষণে পর্যটকরা আসবেন, স্থানীয় ব্যবসায়ীদের মুনাফা হবে – সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মতো দেশের অর্থনীতি এই নিয়মের উপর নির্ভরশীল৷ কিন্তু এবার সব ওলটপালট হয়ে গেছে৷
বিজ্ঞাপন
Festive traditions
04:31
এককালে বলিউড ছবির অন্যতম আকর্ষণ ছিল সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ে নায়ক-নায়িকার গানের দৃশ্য৷ ছবি দেখে অনেকে সেই বরফের আকর্ষণে পর্যটক হিসেবে সুইজারল্যান্ড পাড়ি দিয়েছেন৷ এ বছর শীতে সেখানে গেলে তাঁরা কিছুই চিনতে পারবেন না৷
বরফের কোনো চিহ্ন নেই৷ কারণ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি৷ ২০১৫ সালের বড়দিন তাই ইউরোপের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা৷
তবে বেশ কয়েকটি স্কি রিসর্ট মরিয়া হয়ে কৃত্রিম উপায়ে বরফ তৈরি করে ঘাটতি পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
এবারের শীতকালে ইউরোপের ‘উষ্ণ’ আবহাওয়া নিয়ে কম চর্চা হচ্ছে না৷
শুধু পর্যটন নয়, আরও কিছু ক্ষেত্র এমন অঘটনের জন্য প্রস্তুত ছিল না৷ শীতে ঘরবাড়ি গরম রাখতে যে জ্বালানির প্রয়োজন হয়, উচ্চ তাপমাত্রার ফলে তার চাহিদাও অনেক কম৷
জলবায়ু পরিবর্তনের এমন সরাসরি প্রভাবের ফলে অনেক কৃষকেরও মাথায় হাত৷ আবহাওয়া অনুযায়ী চাষবাসের যে প্রক্রিয়া এতকাল তলে এসেছে, তাতে বার বার ছন্দপতন ঘটায় কৃষকরা অসহায় বোধ করছেন৷
অথচ গত বছর দেরিতে হলেও জার্মানিতে স্বাভাবিক শীত এসেছিল৷
সংকলন: সঞ্জীব বর্মন সম্পাদনা: দেবারতি গুহ
অবশেষে শীতের দেখা মিললো জার্মানিতে
সত্যিকারের ঠান্ডা পড়তে শুরু করেছে ইউরোপে, সঙ্গে তুষার৷ আর জার্মানিও তার ব্যতিক্রম নয়৷ তাই নতুন বছরের বেশ কিছুটা সময় তুষারে ঢাকা থাকবে জার্মানির কিছু অঞ্চল৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
সাদা, সাদা পশ্চিম
জার্মানির পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল বড়দিনের ঠিক পর থেকে তুষারপাত শুরু করেছে৷ শনিবার আইফেল পর্বাতাঞ্চলে, সাওয়ারল্যান্ড এবং বের্গিসেস ল্যান্ডে পনের সেন্টিমিটারের বেশি তুষার পড়েছে৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
উইন্টার স্পোর্টের জন্য সতর্কবার্তা
সাক্সেনির এর্ৎস পর্বতমালা এবং লোয়ার সাক্সেনির র্হাৎস পর্বতমালাসহ জার্মানির সবচেয়ে পূর্বে অবস্থিত ব্রোকেন পর্বত এখন ১৫ সেন্টিমিটার পুরু তুষারে ঢেকে আছে৷ এসব অঞ্চলে স্কি এবং হাইকিং করতে যাওয়া মানুষদের সতর্ক করেছে আবহাওয়া দপ্তর৷
ছবি: picture-alliance/dpa/S. Rampfel
তবে অল্পস্বল্প ব্যায়াম করা যাবে!
নিম্ন পর্যায়ের সতর্কতা সত্ত্বেও, বিশেষ করে যারা শীতনিন্দ্রায় আগ্রহী নয়, তারা বাইরে বের হয়েছেন৷ বরফের উপর হেঁটে বেড়িয়ে খানিকটা ওজন কমাতে চান তারা!
ছবি: picture-alliance/dpa/D. Naupold
স্লেডে চড়ে বার্লিন ঘোরা
শীতের প্রথম তুষারপাত ভালোই উপভোগ করছেন বার্লিন-সালেনডর্ফের বাসিন্দারা৷ তুষারপাতের পর বার্লিনের পার্কগুলোতেও ছুটি কাটাতে যাওয়া মানুষদের ভিড় বেড়ে যায়৷ অনেকে সেখানে তুষারের মধ্যে হেঁটেছেন কিংবা স্লেজে চড়েছেন৷
ছবি: Getty Images/S. Gallup
মন্দ দিকও আছে
তুষারপাতের মন্দ দিকটি হচ্ছে গাড়ি পরিষ্কার করা৷ খোলা জায়গায় পার্ক করা গাড়িগুলো থেকে এভাবে তুষার সরাতে না হয়৷ এছাড়া সেগুলো চালানোর উপায় নেই৷ তবে সাইকেল আরোহী এবং বাসের যাত্রীরা এই ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/S. Kahnert
পিচ্ছিল রাস্তা
তুষারপাতের সময় বা পর রাস্তায় বরফ জমে যায়৷ ফলে তখন গাড়ি চালানো বিপজ্জনক হয়৷ যদিও জার্মানিতে মহাসড়ক থেকে দ্রুত তুষার সরিয়ে ফেলা হয় এবং গাড়িতেও শীতকালের বিশেষ চাকা লাগানো থাকে, তাসত্ত্বেও তুষারপাতের মধ্যে গাড়ি চালাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
এই ছবিটি জার্মানির নয়
হিলট্রুড, যা কিনা গড়ে উঠেছিল ইংল্যান্ডের ওপরে, তার মাধ্যমেই জার্মানিতে এসেছে তুষার৷ ছবিতে তুষার ঢাকা ইংল্যান্ডের হানবারি অঞ্চল দেখা যাচ্ছে৷