1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্জ্য পানি থেকে বোঝা যায় করোনা সংক্রমণের হার

২২ জুলাই ২০২২

বর্জ্য পানি থেকে কি করোনা সংক্রমণের হার জানা যায়? জার্মানির একদল গবেষক এমন পন্থাই আবিষ্কার করেছেন৷ একটি শহরের বর্জ্য পানি পরীক্ষা করে তারা সেখানে করোনা সংক্রমণের হার এবং তা বাড়ছে কিনা বলে দিতে পারেন৷

বর্জ্য পানি থেকে কি করোনা সংক্রমণের হার জানা যায়? জার্মানির একদল গবেষক এমন পন্থাই আবিষ্কার করেছেন৷ একটি শহরের বর্জ্য পানি পরীক্ষা করে তারা সেখানে করোনা সংক্রমণের হার এবং তা বাড়ছে কিনা বলে দিতে পারেন৷
ছবি: Peter Mindek/Nanographics/apa/dpa/picture alliance

জার্মানির পশ্চিমের শহর সারব্রুকেন থেকে বর্জ্য পানি সারল্যান্ডের সবচেয়ে বড় শোধনাগারে আসে৷ শুকনা দিনে ২৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পানি পাওয়া যায়৷ এই পানি দিয়ে এক লাখ ৩০ হাজারের বেশি বাথটাব পূর্ণ করা যাবে৷ বৃষ্টির দিনে বর্জ্য পানির পরিমান তিনগুণ বেড়ে যায়৷

টিনা ফ্যলারটুন বর্জ্য পানি পরীক্ষা করেন৷ গত কিছুদিন ধরে তিনি নর্দমার পানির মধ্যে করোনা ভাইরাসের পরিমান বিশ্লেষণ করছেন৷ তিনি মনে করেন, এভাবে কোভিড টেস্টের চেয়েও নিখুঁতভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে কিনা যাচাই করা সম্ভব৷

সারল্যান্ড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টম্যানেজমেন্ট গ্রুপের এই ইঞ্জিনিয়ার বলেন, ‘‘বর্জ্য পানি পরীক্ষার সুবিধা হচ্ছে, এভাবে করোনা সংক্রমণের সব ঘটনা বোঝা যায়, কেননা সবারই টয়লেটে যেতে হয়৷ এবং সেখানে আমরা যা ত্যাগ করি, তার সবই বর্জ্য পানি শোধনাগারে পৌঁছায়৷ এখানকার ক্যাচমেন্ট এলাকায় মলমূত্রমিশ্রিত পানি পরীক্ষা করে তাতে করোনা ভাইরাসের হার বোঝা যায়৷ এভাবে আমরা এমন মানুষের তথ্যও জানতে পারি, যারা হয়ত করোনা পরীক্ষা করাননি বা সংক্রমণের শিকার হওয়ার বিষয়টি টেরও পাননি৷’’

শোধনাগারের বর্জ্য পানিতে ক্ষতিকর উপাদান আছে কিনা তা এমনিতেই পরীক্ষা করা হয়৷ নাইট্রেটকনসেনট্রেশন এবং পিএইচ ভ্যালু যাচাই করা হয়৷ একটি অটোস্যাম্পলার প্রতি দুঘণ্টা পরপর বর্জ্য পানির নমুনা সংরক্ষণ করে৷  

ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ের স্যুসানা লাক্নার দুই বছর আগে আবিষ্কার করেন যে, একটি অঞ্চলে করোনা ভাইরাস কতটা ছড়িয়েছে এবং কত দ্রুত ছড়াচ্ছে তা সেখানকার বর্জ্য পানি পরীক্ষা করে জানা সম্ভব৷ 

বর্জ্য পানি পরীক্ষায় করোনা সতর্কতা

04:50

This browser does not support the video element.

তিনি এবং তার দল তখন করোনা ভাইরাসের বিষয়ে আগাম সতর্কতা জারির একটি উপায় খুঁজছিলেন৷ বর্জ্য পানি সেই উপায়৷ তার এই উপায়ে একটি এলাকায় ভাইরাসের কত ধরনের সংস্করণ ছড়াচ্ছে সেটাও বোঝা সম্ভব৷ 

প্রফেসর স্যুসানা লাক্নার বলেন, ‘‘শোধনাগারের ক্যাচমেন্ট এলাকায় সংক্রমণের হার এই তথ্য দিয়ে বোঝা সম্ভব৷ আর এভাবে আরো কোভিড টেস্ট করা দরকার কিনা কিংবা কোভিডসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা উচিত কিনা তা-ও নির্ধারণ করা যায়৷’’  

নেদারল্যান্ডস, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দ্রুত এই পদ্ধতিটি গ্রহণ করেছে৷ এটা লাখ লাখ মানুষের কোভিড টেস্টের তুলনায় বেশ সস্তা এক উপায়৷ 

বর্তমানে ২০টি জার্মান পৌরসভা করোনা ভাইরাস পরীক্ষার পাইলট প্রকল্পে অংশ নিচ্ছে৷ আরো অনেকে এতে যোগ দেয়ার আবেদন করেছে৷ 

এবং স্যারব্রুকেনের টিনা ফ্যলারটুন ইতোমধ্যে সাফল্য দেখতে পাচ্ছেন৷ তিনি বলেন, ‘‘করোনা ভাইরাসে আক্রান্তরা লক্ষণ টের পাওয়ার কয়েকদিন আগে থেকেই তাদের মলের সাথে ভাইরাস বের হতে শুরু করে৷ ফলে বর্জ্য পানি পরীক্ষা করে এই ধারা আগে থেকেই শনাক্ত করা সম্ভব৷ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ থেকে ১০দিন বাড়তি সময় পাওয়া যায়৷’’

করোনা মহামারি শেষ হওয়ার পরও এই পন্থা কাজে লাগবে বলে মনে করেন টিনা ফ্যলারটুন৷ তিনি বলেন, ‘‘অন্যান্য প্যাথোজিন শনাক্তেও এই পন্থা ব্যবহার করা যাবে৷ যেমন ইনফ্লুয়েঞ্জা এবং পোলিও পর্যবেক্ষণেও এই পন্থা কার্যকর হবে৷ এগুলো এখনো শেষ হয়ে যায়নি৷ আর এসবের জন্য পন্থাটি বাস্তবে কীভাবে কাজে লাগবে, সেটা এখান থেকে শেখা যায়৷’’  

প্রতিবেদন: ড্যান হির্শফেল্ড/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ