1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদবিরোধী গান গ্র্যামিতে সেরা

১১ ফেব্রুয়ারি ২০১৯

রাজনৈতিক উদ্দেশ্যে লেখা ও গাওয়া ‘দিস ইজ অ্যামেরিকা' গ্র্যামিতে সেরা গান, সেরা মিউজিক ভিডিও এবং বছরের সেরা ‘রেকর্ড'-এর পুরস্কার জিতেছে৷ এই গানটিতে যুক্তরাষ্ট্রের বর্ণবাদ এবং বন্দুক সহিংসতার কথা তুলে ধরা হয়েছে৷

Childish Gambino
ছবি: Imago/Future Image

চাইল্ডিশ গ্যামবিনো আসলে অভিনেতা ডোনাল্ড গ্লোভার৷ তিনি ছদ্মনামে গানটি প্রকাশ করেছিলেন৷ গানটি লিখেছেন এবং প্রযোজনা করেছেন গ্লোভার নিজে৷ ভিডিও এবং গানের কথায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কিছু দিক তুলে ধরা হয়েছে৷ যেমন, বন্দুক সহিংসতা, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ ইত্যাদি৷ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন গ্লোভার: সেরা গান, সেরা মিউজিক ভিডিও এবং বছরের সেরা গানের রেকর্ড৷

সেরা র‌্যাপ অ্যালবাম ‘ইনভেশন অব প্রাইভেসি'র জন্য গ্র্যামি জিতেছেন শিল্পী কার্ডি বি৷ ক্যানাডিয়ান র‌্যাপার ড্র্যাকের ‘গড'স প্ল্যান' সেরা র‌্যাপ গানের পুরস্কার জিতেছে৷ সেরা কান্ট্রি অ্যালবাম ক্যাসি মাসগ্র্যাভসের ‘গোল্ডেন আওয়ার'৷ ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যামি জিতেছেন শিল্পী আরিয়ানা গ্রান্ডে৷ তাঁর ‘সুইটেনার' অ্যালবামটি সেরা পপ অ্যালবামের পুরস্কার জিতেছে৷ তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না গ্রান্ডে৷

হলিউড তারকা হিউ জ্যাকম্যানও অনুপস্থিত ছিলেন তাঁর প্রথম গ্র্যামি পুরস্কার জেতার দিন৷ ভিজুয়াল মিডিয়ায় সেরা গানের সংকলনের পুরস্কার জিতেছে তাঁর ‘দ্য গ্রেটেস্ট শোম্যান' চলচ্চিত্রটি৷ লেডি গাগা এবং হলিউড স্টার ব্র্যাডলি কুপার যৌথভাবে সেরা পপ গানের পুরস্কার জিতেছেন, ‘আ স্টার ইজ বর্ন' চলচ্চিত্রের ‘শ্যালো' গানটির জন্য৷ ভিজুয়াল মিডিয়ার জন্য লেখা ২০১৮ সালের সেরা গানও নির্বাচিত হয়েছে এটি৷

হলিউডের হিট ছবি ‘ব্ল্যাক প্যান্থার'-এর কম্পোজার লুডভিগ গোরানসন জিতেছেন সেরা স্কোর সাউন্ডট্র্যাকের পুরস্কার৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও এবার গ্র্যামি জিতেছেন৷ এটি তাঁর তৃতীয় গ্র্যামি৷ তাঁর বই ‘ফেইথ-আ জার্নি ফর অল'-এর জন্য এর পুরস্কার পান তিনি৷ কার্টার ‘বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম' ক্যাটাগরিতে পুরস্কারটি জিতেছেন৷ এর আগে ২০০৭ এবং ২০১৬ সালে একই ক্যাটাগরিতে গ্র্যামি জিতেছিলেন তিনি৷

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা'র উপস্থিতি ছিল অনুষ্ঠানের একটি চমক৷ সেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে তাঁর চমৎকার বক্তব্য সবাইকে ভীষণ অনুপ্রাণিত করেছে৷ নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রেখেছিলেন লেডি গাগা, জেনিফার লোপেজ, সঞ্চালিকা এলিসিয়া কিইস এবং অভিনেত্রী জাডা পিনকেট-স্মিথও৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ