1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী আচরণ করায় তিন স্প্যানিশ ফুটবল সমর্থকের কারাদণ্ড

১১ জুন ২০২৪

রেয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিউস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় তিন স্প্যানিশ ফুটবল সমর্থকের জেল হয়েছে৷ স্পেনের পেশাদার ফুটবলের ইতিহাসে বর্ণবাদের কারণে শাস্তির এমন নজির এই প্রথম৷

ভিনিসিউস জুনিয়র
স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আক্রমণের শিকার এই প্রথম নয়৷ এর আগেও অনেক ঘটনা ঘটেছেছবি: Carl Recine/REUTERS

স্পেনের পূর্বাঞ্চলের শহর ভ্যালেন্সিয়ার একটি আদালত এই রায় দিয়েছে৷ তিন সমর্থকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অপরাধ খুঁজে পেয়েছে আদালত৷

রায়ের পর এক্স-এ ভিনিসিউস লিখেছেন, ‘‘স্পেনের ইতিহাসের প্রথম এমন অপরাধের শাস্তি শুধু আমার জন্য (ন্যায়বিচার) নয়, সব কৃষ্ণাঙ্গের জন্য৷''

পর্তুগিজ ভাষায় তিনি আরো লেখেন, ‘‘কিন্তু বরাবর আমি যা বলেছি, আমি বর্ণবাদের শিকার নই৷ আমি বর্ণবাদীদের ধ্বংসকারী৷ অন্য বর্ণবাদীরা ভয় পাক, লজ্জিত হোক এবং অন্ধকারে হারিয়ে যাক৷ অন্যথা,আমি ঋণ শোধ নেয়ার জন্য প্রস্তুত থাকবো৷''

স্পেনে সাধারণত দুই বছরের কম জেল হলে তা মওকুফ পাওয়া যায়৷ তবে তিন অপরাধীকে এর বাইরেও দুই বছরের জন্য সব স্প্যানিশ স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং মামলার সব খরচ পরিশোধ করতে বলা হয়েছে৷

এর আগেও এমন অপরাধ করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷

সমর্থকদের অপরাধ কী?

২০২৩ সালের ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্টালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়া ও রেয়াল মাদ্রিদের ম্যাচ অনুষ্ঠিত হয়৷ লা লিগার ম্যাচটিতে ঐ তিন সমর্থক ২৩ বছর বয়সি ভিনিসিউসের দিকে নানারকমের অপমানজনক ও বর্ণবাদমূলক অঙ্গভঙ্গি করে তাকে অপদস্ত করার চেষ্টা করেন৷

তিন ব্যক্তিকে আটক করা হয়৷ কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ থাকে৷ পরে ঘটনা নিয়ে স্পেনজুড়ে ক্ষোভে ফেটে পড়েন মানুষ এবং ভিনিসিউসের প্রতি সমবেদনা জানানো হয়৷

স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আক্রমণের শিকার এই প্রথম নয়৷ এর আগেও অনেক ঘটনা ঘটেছে৷ এমনকি এই ঘটনার পরও ভিনিসিউসকে নানাভাবে আক্রমণ করা হয়েছে৷ অনেকে বলেছেন, ভিনিসিউসের ‘আচরণও‘ ঠিক ছিল না৷

মামলার বিবাদী তিন ব্যক্তি ভুল শিকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মেনে নিয়েছেন৷ একটি চিঠিতে তারা ভিনিসিউস, রেয়াল মাদ্রিদ ও যে কেউ এই ঘটনায় আঘাত পেলে তাদের কাছে ক্ষমা চেয়েছেন৷

জেডএ/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ