1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী প্রচারের দায়ে মামলা জার্মান আদালতে

২৫ মার্চ ২০০৯

জার্মান ফুটবল তারকা প্যাট্রিক ওবোমোয়েলা-র বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার দায়ে উগ্র দক্ষিণপন্থী দল এনপিডি-প্রধান উডো ফোগ্ট আদালতের কাঠগড়ায়৷ তাঁর সঙ্গে দলের আরো দুজনের বিরুদ্ধে মামলার কাজ চলেছে বার্লিনের আদালতে৷

জার্মান ফুটবল তারকা প্যাট্রিক ওবোমোয়েলাছবি: picture-alliance /dpa

জার্মানির অতি চরমপন্থী জাতীয় গণতন্ত্রী দল-এনপিডি এর প্রধান উডো ফোগ্ট ও অন্য দুই শীর্ষ সদস্যের বিরুদ্ধে এক মামলায় জার্মান জাতীয় দলের সাবেক ফুটবলার প্যাট্রিক ওবোমোয়েলা বার্লিনের এক আদালতে আবারো জোর দিয়ে বলেন যে, তিনি এক বর্ণ বিদ্বেষী প্রচারণা অভিযানের শিকার হয়েছিলেন৷ তাঁকে অপমান করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে৷ তিনি আদালতে বলেন, এনপিডি যে অভিযান চালায় তা ছিল তাঁর বিরুদ্ধে, তাঁর বর্ণের বিরুদ্ধে, তাঁর বর্ণের অন্যান্য মানুষের বিরুদ্ধে৷

ওবোমোয়েলার মা জার্মান ও বাবা নাইজেরীয়৷ দুই হাজার ছয় সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে তাঁর বিরুদ্ধে প্রচারিত এনপিডি-র এক প্যাম্ফলেটে বলা হয়, ওবোমোয়েলা তাঁর বর্ণের কারণে জার্মান জাতীয় দলের সদস্য হতে পারেন না৷ বর্ণবাদী প্রচারণর অভিযোগ তুলে তিনি এনপিডি -র তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন৷

ওবোমোয়েলা আদালতে আরো বলেন, সে সময় ইমেলে তাঁকে এমনকি জার্মানি ছেড়ে চলে যেতে বলা হয়৷ আবার বিচার শুরু হওয়ার আগেও তিনি একই ধরনের ইমেইল পেয়েছেন৷

বিচারে এনপিডি-র কর্মকর্তারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাঁদের হয় জরিমানা দিতে হবে, না হয় পাঁচ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ