1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী বই: ক্ষমা চাইলো এএফডি

২০ ফেব্রুয়ারি ২০২০

বিদ্বেষমূলক ছবিতে পূর্ণ রং করার বই প্রকাশ করাটা ‘ভুল হয়েছে' বলে স্বীকার করেছে জার্মানির উগ্র ডানপন্থি দল অলটারনেটিভ ফর ডয়চলান্ড- এএফডি৷ অন্য নানা ছবির মধ্যে তুর্কি পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের ছবিও রয়েছে৷

Staatsschutz ermittelt wegen  Malbuch bei AfD-Veranstaltung
ছবি: picture-alliance/dpa/A. Bischof

বর্ণবাদী ছবিসহ বই প্রকাশ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এএফডি৷ বুধবার অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলো দলটি৷ ডয়চে ভেলেকে পাঠানো এক বিবৃতিতে দলটির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য শাখা জানিয়েছে, এই ঘটনার জন্য তারা ‘আন্তরিকভাবে ক্ষমা' চাইছে৷

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বইটির বেশিরভাগ অংশ আমাদের পরিকল্পনা অনুসারেই হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু অংশে আসলেই সমস্যা রয়েছে৷ আমাদের বিশ্বাসের সঙ্গে এই অংশগুলো যায় না৷''

বইটি ঠিকমতো পর্যালোচনা হওয়ার আগেই প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছে এএফডি৷

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে এএফডির সংসদীয় দলের প্রধান মার্কুস ভাগনার বলেছেন, ‘‘গতকাল আমি বইটির সম্পর্কে যে পর্যালোচনা করেছিলাম, তা ভুল ছিল৷ এই বই এভাবে প্রকাশ করাটা ঠিক হয়নি৷''

শুরুতে অবশ্য বইটির বিরুদ্ধে সমালোচনাকে ‘শিল্প ও বিদ্রুপ করার স্বাধীনতার ওপর আঘাত' বলে বক্তব্য দিয়েছিল দলটি৷

তদন্ত শুরু

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের পার্লামেন্ট বুধবার জানিয়েছে, এএফডি এই বইটি প্রকাশের ক্ষেত্রে পাবলিক ফান্ড ব্যবহার করেছে কিনা, তা তদন্ত করে দেখা হবে৷

পুলিশ ও তদন্তকারীরাও এর মাধ্যমে উসকানি দেয়ার চেষ্টা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন৷ গত সপ্তাহে ক্রেফেল্ড শহরের এক অনুষ্ঠানে এএফডির পার্লামেন্টারি দল এই বই বিতরণ করে৷

বইটির একটি ছবিতে একটি সুইমিং পুলে বোরকা পরা নারীদের দেখানো হয়েছে৷

আরেকটি পৃষ্ঠায় দেখানো হয়েছে গাড়ি থেকে বন্দুক ও তুরস্কের পতাকা নিয়ে কয়েকজন বের হচ্ছেন৷

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য এবং জাতিগত দিক দিয়েও সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ৷ তুরস্ক থেকে আসা অভিবাসীদের বড় একটি অংশ বাস করেন এ রাজ্যে৷

বইটির কথা জানাজানি হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়৷ বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও ক্যাথলিক চার্চও এর সমালোচনা করেছে৷

রেবেকা শ্টাউডেনমায়ার/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ