1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী সাবানের মেশিন

২৩ আগস্ট ২০১৭

মেশিন কিভাবে বর্ণবাদী হয়! এ নিয়েই এখন অনলাইনে চলছে বিতর্ক৷ টুইটারে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, কালো চামড়ার কেউ তরল সাবানের মেশিনের নিচে হাত দিলেও তা থেকে সাবান বের হচ্ছে না, কিন্তু সাদা চামড়ার কেউ এলে মেশিন ঠিকঠাক৷

Screenshot Twitter- Farbreaktiver Seifenspender
ছবি: Twitter

আলোচনার শুরু ১৬ আগস্ট৷ নাইজেরিয়ার লাগোস শহরের চুকওয়েমেকা আফিগবো নামের এক ব্যক্তি টুইটারে আপলোড করেন এই ভিডিও৷ ভিডিওর শুরুতেই দেখা যায় তুলনামূলক ফর্সা চামড়ার এক ব্যক্তি সোপ ডিসপেনসার বা তরল সাবানের মেশিনের নিচে হাত দিতেই তা থেকে সাবান বের হয়৷

কিন্তু বিপত্তি বাধে যখন এরপরপরই একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি সাবান নিতে যান৷ নানাভাবে মেশিনের নীচে হাত নিলেও সাবান আর বের হচ্ছিলো না৷ এ সময় পাশ থেকে কয়েকজনকে বলতে শোনা যায়, 'টু ব্ল্যাক, টু ব্ল্যাক', অর্থাৎ 'বেশি কালো, বেশি কালো৷'

স্বভাবতই, মেশিনের এমন অদ্ভুত আচরণকেই ব্যঙ্গ করছিলেন তাঁরা৷

তবে ঘটনা আরো জমে ওঠে, যখন সেই একই ব্যক্তি পাশের আরেক মেশিন থেকে হাত মোছার টিস্যু হাতে নেন৷ টিস্যুটি ছিল সাদা৷ ফলে এবার মেশিনের নিচে টিস্যু ধরতেই তা থেকে বেরিয়ে আসে সাবান৷ ঠিক এর পরপরই আবার হাত দিলেও, আবারো ব্যর্থ হন তিনি৷

ঘটনাটি কোন দেশের তা উল্লেখ করা হয়নি টুইটে৷ তবে, ভিডিও শেয়ার করে চুকওয়েমেকা তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন৷ তিনি বলছেন, ‘‘প্রযুক্তিতে বৈচিত্র্য এবং সমাজে এর প্রভাবের প্রয়োজনীয়তা বুঝতে যদি কারো সমস্যা হয়, এই ভিডিওটি দেখতে পারেন৷''

ভিডিওটি টুইট করার সাথে সাথে ছড়িয়ে পড়ে বিদ্যুতগতিতে৷ এক সপ্তাহে টুইটটি পছন্দ করেছেন দুই লাখের বেশি মানুষ, রিটুইট হয়েছে দেড় লাখেরও বেশি বার৷

মন্তব্যকারীদের কেউ কেউ বলছেন, এইসব মেশিন যাদের দিয়ে পরীক্ষা করা হয়, তাদের স্কিন টোন, অর্থাৎ চামড়ার রংহালকা বলে এই মেশিন কৃষ্ণাঙ্গদের বেলায় কাজ করে না৷ কৃষ্ণাঙ্গদের বিষয়টি ঠিকমতো খেয়াল রাখা হয় না বলেও মনে করেন তারা৷ কেউ কেউ আবার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন৷ বলছেন, এই সামান্য প্রযুক্তিগত সমস্যাকে বিশাল সামাজিক সমস্যা হিসেবে দেখার কোনো সুযোগ নেই৷

 

কেউ আবার তুলে ধরছেন এর প্রযুক্তিগত দিক৷ তাদের মতে, এই মেশিনের সেন্সর আলোর প্রতিফলনের ভিত্তিতে কাজ করে৷ অপেক্ষাকৃত কালো চামড়ায় আলোর প্রতিফলন কম হয় বলে অনেকক্ষেত্রে মেশিন বুঝতে পারে না, নীচে কিছু আছে কিনা৷

তবে, এ ধরনের ঘটনা যাদের সাথে ঘটে, তাদের যে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, সে বিষয়ে একমত হচ্ছেন সবাই৷

এডিকে/এসিবি

আপনি কখনও এমন কিছুর শিকার হয়েছেন? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ