1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বর্ণবাদের দেশে’ বৈষম্যের দেয়াল ভাঙা নারী

৯ মার্চ ২০২১

বর্ণ বৈষম্যের কারণে এক সময় বাইরের দুনিয়ার কাছে সাউথ আফ্রিকা ছিল ‘নিষিদ্ধ’ এক দেশ৷ সেই দেশে কৃষ্ণাঙ্গ নারীর পাইলট হওয়া কয়েক বছর আগেও ছিল অসম্ভব কল্পনা৷ সেই অসম্ভবকেই সম্ভব করেছেন রেফিলওয়ে লেডওয়াবা৷

রেফিলওয়ে লেডওয়াবা
রেফিলওয়ে লেডওয়াবাছবি: Siphiwe Sibeko/REUTERS

সমাজে বৈষম্য আছে এবং সে কারণে স্বপ্ন পূরণ করা যাবে না- এমন যাদের বিশ্বাস, তাদের নিয়মিত ডেকে ডেকে পরামর্শ দেন রেফিলওয়ে৷ বৈষম্য যদি সফল হওয়ার অদম্য বাসনাকে আটকাতে পারতো, তাহলে তো সাত ভাই-বোনের একজন হয়ে তিনি সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ পাইলট হতে পারতেন না৷ একে তো সাধারণ কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান, তার ওপর নারী, তার জন্য এতটা পথ পেরিয়ে হেলিকপ্টার পাইলট হওয়া এক অর্থে অসম্ভবই ছিল৷ রেফিলওয়ে লেডওয়াবা বলেন, ‘‘আপনি নারী এবং কৃষ্ণাঙ্গ নারী, আপনার জন্য তো সব কাজই দ্বিগুণ কঠিন৷ সঠিক মানুষকে খুঁজে না পেলে আপনি (আলবার্ট) আইনস্টাইন হলেও তো কিছু করতে পারবেন না৷’’

রেফিলওয়ে লেডওয়াবার সৌভাগ্য যে স্কুলের লেখাপড়ার ঋণ পরিশোধ করতে কেভিন ক্রুর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন এবং সেই কাজটা তার ভীষণ ভালো লেগেছিল৷ এক শ্বেতাঙ্গ সহকর্মী বলেছিলেন, রেফিলওয়ের ভালো পাইলট হওয়ার সম্ভাবনা আছে৷ রেফিলওয়ে শুধু তেলের খরচ দিতে পারলেই তাকে প্রশিক্ষণ দেবেন – এমন আশ্বাসও দিয়েছিলেন তিনি৷

২০০৫ সালে সেই সুযোগটা এলো৷ ডারবানের সরকারি স্কুলে হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ শুরু হলো৷ কিন্তু স্নায়ুর চাপ সামলাতে পারছিলেন না৷ মনে হতো, ককপিটে পাশে কোনো পুরুষ না থাকলে কোনো নারীর পক্ষে একা হেলিকপ্টার ওড়ানো অসম্ভব৷

প্রশিক্ষণ বাদ দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনাও করতে শুরু করেছিলেন৷ তখনই এগিয়ে আসেন আরেক শ্বেতাঙ্গ সহকর্মী৷ তিনি বললেন, প্রশিক্ষণ বাদ দেয়া ঠিক হবে না, দেয়াল ভাঙার চেষ্টা আরো তীব্র করতে হবে৷ তার অনুপ্রেরণায় তীব্র চেষ্টা করেই রেফিলওয়ে লেডওয়াবা এখন সাউথ আফ্রিকার পুলিশের প্রথম কৃষ্ণাঙ্গ হেলিকপ্টার চালক৷ সনদপ্রাপ্ত প্রশিক্ষকও তিনি৷ গার্ল ফ্লাই প্রোগ্রাম ইন সাউথ আফ্রিকা (জিএফপিএ) নামের একটি প্রতিষ্ঠানটও আছে তার৷ সেই প্রতিষ্ঠানের কাজই হলো নারীদের হেলিকপ্টারের ডানায় ভেসে আকাশে উড়তে শেখানো৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ